দীর্ঘ ভোগান্তির নিস্পত্তি, পথশ্রী’তে উপকৃত হল এলাকার মানুষ।

আজিজুর রহমান, গলসি : পথশ্রী প্রকল্পে রাস্তা নির্মাণ করে মানু‌ষের দীর্ঘদিনের ভোগান্তি নিস্পত্তি করলো গলসি ২ পঞ্চায়েত সমিতি। গলসি ২ নং ব্লকের মসজিদপুর অঞ্চলে ভুঁড়ি গ্রামের ডাঙ্গা থেকে ইটারু হয়ে নবগ্রাম পর্যন্ত কমবেশি ২ কিমি ওই রাস্তার উদ্বোধন করা হল আজ। উদ্বোধন করেন, গলসি ২ পঞ্চায়েত সমিতির সভাপতি লিলি মোল্লা। তিনি জানিয়েছেন, দুটি ভাগে রাস্তাটি নির্মাণ করা হয়েছে। প্রথমে ভুঁড়ির ডাঙ্গা থেকে ইটারু আমতলা পর্যন্ত ঢালাই রাস্তা তারপর নবগ্রাম পর্যন্ত পিচের রাস্তা। যাতে ব্যায় হয়েছে ৫৯ লক্ষ টাকা। সমিতির ওই কাজে উপকৃত হয়েছেন এলাকার অসংখ্য মানুষ। জানাগেছে, এলাকার ভূঁড়ির ডাঙ্গা থেকে ইটারু হয়ে নবগ্রাম যাবার কমবেশি এক কিমি রাস্তার বেহাল দশা ছিল। যানিয়ে দীর্ঘদিন মানু‌ষের ভোগান্তি ছিল চরমে। বর্ষাকালে বৃষ্টি হলেই ডাঁঙার মোড় থেকে বেশ কিছুটা রাস্তা জলে ডুবে যেত। রাস্তার মাঝ দিয়ে পার হতো জল। বর্তমানে সেই ভোগান্তি থেকে মুক্তি পেলে এলাকার হাজার হাজার মানুষ। বিষয়টি নিয়ে গলসি ২ নং ব্লক তৃণমূল সভাপতি তথা পঞ্চায়েত সমিতির কর্মাধক্ষ্য সুজন মন্ডল বলেন, আমি ওই অঞ্চলের ৪ নম্বর পঞ্চায়েত সমিতির আসনে দাঁড়িয়ে ছিলাম। তখনও এলাকার মানু‌ষ রাস্তাটির জন্য বলেছিলেন। আমিও রাস্তার বেহাল দশা দেখে মানুষকে কথা দিয়েছিলাম। ওখানকার মানুষ আমাকে আশির্বাদ করেছিল বলেই আজ সমিতির কর্মাধক্ষ্য হতে পরেছি। আজকে রাস্তার উদ্বোধন গিয়ে এলাকার মানু‌ষের ভালবাসা পেলাম। নত মস্তকে আবারও তাদের আশির্বাদ নিয়ে এলাম। তবে কাজটির জন্য আমাদের বিধায়ক নবীনচন্দ্র বাগ খুব সহযোগিতা করেছেন।