শ্রদ্ধাবনত চিত্তে পালিত হলো বিশ্বনবী দিবস

সুবিদ আলি মোল্লা,নতুন গতি : বিশ্ব মানবের সত্যপথ দ্রষ্টা হজরত মুহাম্মদ (সা: )আবির্ভাব দিবস শ্রদ্ধাবনত চিত্তে পালিত হল নিউটাউনের হাতিয়াড়া হাই মাদ্রাসায়(উ: মা:)। মাদ্রাসার প্রাক্তন ও বর্তমান ছাত্র-ছাত্রী ,শিক্ষক, শিক্ষিকা ও শিক্ষা কর্মীদের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে নবীজীর জীবন ও আদর্শ কে তুলে ধরেন বিশিষ্ট জনেরা। নিছক দিনটিকে স্মরণ করা নয়,নবীজির জীবন আদর্শকে অনুসরণ করাই এই মহতী অনুষ্ঠানের মূল উদ্দেশ্য সেটি বক্তাদের বক্তব্যে উঠে আসে।এই মিলন উৎসবে উপস্থিত ছিলেন সংখ্যালঘু দপ্তরের বিশেষ সচিব জনাব শাকিল আহমেদ, বারাসাত লোকসভা কেন্দ্রের সাংসদ ডাক্তার কাকলি ঘোষ দস্তিদার, আল আমিন মিশন এর প্রতিষ্ঠাতা সম্পাদক নুরুল ইসলাম, পশ্চিমবঙ্গ মাদ্রাসা শিক্ষা পরিষদের সভাপতি জনাব সেখ ড. আবুতাহের কমরউদ্দিন, জেলা পরিষদের সদস্য তথা মাদ্রাসা বোর্ডের সদস্য জনাব এ কে এম ফারহাদ, সেন্ট জেভিয়ার্স বিশ্ববিদ্যালয় অধ্যাপক ড. রবিউল ইসলাম, আলিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. সইফুল্লা ও মাদ্রাসার ইতিহাস বিভাগের শিক্ষক সালিম মোল্লা । অনুষ্ঠানে মাদ্রাসার কৃতি ছাত্র-ছাত্রীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। এদিনের অনুষ্ঠানে নবীজির জীবন ও কর্মের উপরে ছাত্র-ছাত্রীদের বিভিন্ন প্রতিযোগিতামূলক অনুষ্ঠান হয়। প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যেও পুরস্কার বিতরণ করা হয়।