|
---|
মালদা: ঘূর্ণিঝড় ইয়াসের জেরে টানা এক দিনের বৃষ্টিতে জলমগ্ন ইংরেজবাজার পৌরসভার কমবেশি ২৯ টি ওয়ার্ডই। কোন ওয়ার্ডে হাঁটুজল আবার কোন কোন ওয়ার্ডে বাড়ির ভেতরে ঢুকে গেছে জল। এমন অবস্থায় শহরবাসীকে জল যন্ত্রণা থেকে মুক্তি দিতে ময়দানে নামলেন খোদ জেলাশাসক রাজষী মিত্র। শুক্রবার সকালে শহর সংলগ্ন বাধা পুকুর বাইপাসে নিজে উপস্থিত থেকে জিসিপি দিয়ে বন্ধ হয়ে যাওয়া কালভার্টের মুখ পরিষ্কার করে নিকাশি নালার ব্যবস্থা করেন। এদিন জেলাশাসক ছাড়াও উপস্থিত ছিলেন ইংরেজবাজার পৌরসভার আধিকারিক গণ ইংরেজবাজার থানার আইসি মদন মোহন রায়, ইংরেজবাজার পঞ্চায়েত সমিতির সভাপতির স্বামী প্রসেনজিৎ ঘোষ, যদুপুর দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান সহ অন্যান্য প্রতিনিধিরা।