|
---|
নিজস্ব সংবাদদাতা, মেদিনীপুর: শুক্রবার যথাযোগ্য মর্যাদার সঙ্গে মেদিনীপুর শহরের রেডক্রশের সভা কক্ষে জাতীয় চিকিৎসক দিবস পালন করা হলো l সাভার শুরুতে প্রারম্ভিক বক্তব্য রাখেন কোষাধ্যক্ষ দেবাশীষ দাস l করোনা মহামারী সহ আমাদের স্বাস্থ্য রক্ষায় চিকিৎসকদের কাজের বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা শাসক কেম্পা হোন্নাইয়া , রাজ্যের অন্যতম স্বাস্থ্য আধিকারিক চিকিৎসক ডা۔ এ۔ কে۔ প্রধান l
সভায় সম্বর্ধিত করা হয় ডা۔ হৃষিকেশ দে , ডা۔ কাঞ্চন ধাড়া , ডা۔ আশীষ মণ্ডল ও ডা۔ শ্যামল পট্টনায়েক প্রমুখ চিকিৎসককে l সভায় উপস্থিত ছিলেন সংস্থার পরিচালন সমিতির সদস্য ডা۔ পি۔ কে۔ ভৌমিক , অমিত কুমার সাহু , সত্যব্রত দোলই , সুপ্রিয় বেরা , প্রশান্ত মহাপাত্র প্রমুখ l
এছাড়াও উপস্থিত ছিলেন সংস্থার আজীবন সদস্য , কর্মচারী ও ট্রেনি নার্সরা l সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অসিত বন্ধ্যোপাধ্যায় l