|
---|
নতুন গতি ওয়েব ডেস্ক: চেতলা হেলথকেয়ার ক্লিনিকে ইতিমধ্যে শুরু হলো করোনা টিকা করন প্রক্রিয়া। এদিন সাংবাদিকদের মন্ত্রী ফিরহাদ হাকিম জানান, সকাল থেকেই এসএসকেএম হাসপাতালে যেমন নজরদারি চালিয়েছে এর পাশাপাশি ইতিমধ্যেই মেয়র ক্লিনিকে স্বাস্থ্যকর্মীরা করোনার টিকা দিয়েছে এবং মূলত টিকা করন প্রক্রিয়া শেষ হলে এরপরে একটি ওয়েবনার করা হবে যেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উপস্থিত থাকবেন। তিনি আরও জানান, ধীরে ধীরে করোণা টিকা সারা জায়গায় ছড়িয়ে পড়বে। গোটা এক বছর আজকের দিনটার জন্য আমরা অপেক্ষারত ছিলাম, শেষমেষ আজকে সেই দিন। হঠাৎ একদিন গোটা বিশ্ব করোনামুক্ত হবে আমরা প্রত্যেকেই স্বাভাবিক জীবনে ফিরে আসব। আজ সকাল থেকে তাই মেয়র স্ক্রিনে সাধারণ মানুষকে টিকা দেওয়ার সময় উৎসাহ দিচ্ছি। এমনটাই মন্তব্য করলেন ফিরহাদ হাকিম।