|
---|
নিজস্ব সংবাদদাতা :”অল বেঙ্গল ইমাম মুয়াজ্জিন অ্যাসোসিয়েশন অ্যান্ড চারিটাবল ট্রাষ্ট ও নাশনাল মিডিয়া কাউন্সিলের উদ্যোগে বীরভূম জেলার ইলামবাজার বাসস্ট্যান্ডে ও ইলামবাজার এলাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গ্লুকোজ জলপান করানোর উদ্যোগ নেওয়া হয়। উপস্থিত ছিলেন বীরভূম জেলা চেয়ারম্যান নজরুল আলম খান, জেলার প্রেসিডেন্ট এম. এম সিরাজুল ইসলাম সাহেব, জেলা উপদেষ্টা হাফিজ ওবািদৌল্লাহ সাহেব, জেলা সম্পাদক মাওলানা শামীম আখতার সহ অনান্যরা। চলতি মাসের ১৯ শে জুন সোমবার সকাল ১০ ঘটিকায় সিউড়ির ডিআরডিসি সভাকক্ষে সংগঠনের পক্ষ থেকে একটি সভার আয়োজন করা হয়েছে। সভায় ইমাম-মুয়াজ্জিনদের ভাতা বৃদ্ধি, মাদ্রাসাগুলিতে সজল ধারা এবং টয়লেট ও বাথরুম প্রকল্প চালু, যে সমস্ত ঈমান-মুয়াজ্জিনদের এখনো ভাতা হয়নি তাঁদের দ্রুত ভাতার ব্যবস্থা, বাল্যবিবাহ রোধ, শিক্ষা ও স্বাস্থ্য সচেতনতা, স্বচ্ছ পরিবেশ গড়তে বৃক্ষরোপণ কর্মসূচি, সমাজ গড়ার ভূমিকায় ইমাম ও ধর্ম গুরুর প্রয়জনীয়তা, দেশ ও জাতির উন্নয়নের লক্ষ্যে শিক্ষাকে ঘরে ঘরে পৌঁছে দেওয়া।
সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় অবিচল থাকা প্রভৃতি বিষয় তুলে ধরা হবে বলে জানা গেছে।