|
---|
নিজস্ব সংবাদদাতা :জলপাইগুড়িতে টোটো চালকেরা পুরসভা অভিযান করল। বিভিন্ন দাবী দেওয়া নিয়ে টোটো চালকদের পুরসভা অভিযান নিয়ে যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে গতকাল থেকেই টোটোচালকেরা তাদের দাবী নিয়ে আন্দোলন শুরু করে। তাদের দাবী একদিকে প্রশাসন এবং একদিকে জনগন তাদের সাথে খারাপ ব্যাবহার করছে। এই গরমে তারা পরিসেবা দিলেও সেই সন্মান পাচ্ছেন না তারা। জলপাইগুড়ি শহরের টোটোদের ইউনিয়ন থেকে দাবী করা হয়েছে অবিলম্বে তাদের সাথে প্রশাসনের বৈঠক করাতে হবে। তাদের দাবী পূনবিবেচনা করে তাদের সমস্যার সমাধান করতে হবে। টোটোচালকদের সাথে তাল মিলিয়ে তাদের আন্দোলনের সাথে সহমত প্রকাশ করেছেন রিষ্কাচালকদের ইউনিয়নগুলিও।তারা জানিয়েছে তাদের দাবী নিয়ে পরে তারা আলোচনা করবে। টোটোদের আন্দোলনকে নিয়ে সরব শিলিগুলির টোটোদের ইউনিয়নগুলিও তারা জানিয়েছে তাদের জন্য নতুনকরে ভাবতে হবে প্রশাসনকে।