|
---|
নিজস্ব সংবাদদাতা, মেদিনীপুর: মেদিনীপুর সদর ব্লকের চুয়াডাঙ্গা হাইস্কুলের জীববিদ্যা বিষয়ের শিক্ষক তপন কুমার ধর কর্মজীবন থেকে অবসর নিলেন মঙ্গলবার। এদিন বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষিকা, শিক্ষাকর্মীদের পক্ষ থেকে বিদ্যালয়ের স্টাফরুমে আয়োজিত এক ঘরোয়া সভায় তাঁকে বিদায় সম্মাননা জানানো হয়।তাঁকে উত্তরীয় পরিয়ে ও ফুলের স্তবক থিয়ে বরণ করে নেওয়া হয়। তাঁর হাতে বই,কলম, মিষ্টি তুলে দেন সহকর্মীরা। এই ঘরোয়া কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক শুভেন্দু সিনহা, সহকারী প্রধান শিক্ষক মাতুয়ার মল্লিক, স্টাফ কাউন্সিলের সম্পাদক সুদীপ কুমার খাঁড়া সহ অন্যান্যরা। অনুষ্ঠান সঞ্চালনা করেন শিক্ষক সঞ্জয় সখা চাবরি। পরীক্ষা পর্ব মিটলে তাঁকে বিদ্যালয়ের তরফে আনুষ্ঠানিক বিদায় সম্বর্ধনা প্রদান করা হবে।