|
---|
বাইজিদ মন্ডল, ডায়মন্ড হারবার:- করোনা মহামারী হত্যালীলায় সারা বিশ্ব জুড়ে চলছে মৃত্যুর মিছিল,শ্মশান ও সমাধিস্থলের অদূরে দাঁড়িয়ে স্পর্শহীন ভাবে স্বজন হারানোর সাক্ষী পুলিশ ও মর্গের কর্মরতরা। এই ভয়াবহ সংকটে নিজেদের জীবন বাজি রেখে করোনা মুক্ত দেশ গড়তে অঙ্গীকারবদ্ধ সমাজের সর্বস্তরের মানুষ। তাদের মধ্যে উল্লেখ্য ডাক্তার, নার্স, দমকল কর্মী, পুলিশ, সাংবাদিক সহ সকল প্রশাসনের কর্মর্তারা। আজ তাদের মধ্যে অনেকে করোনার ছোবলে প্রয়াত। আজও লড়ে যাওয়া এই কোভিড যোদ্ধাদের নিয়ে এবং প্রয়াত যোদ্ধাদের আত্মার শান্তি ও মরণোত্তর সংবর্ধনা দিতে বাংলার শ্রেষ্ঠ উৎসবের আগে ডায়মন্ড হারবার জার্নালিস্ট ওয়েলফেয়ার এসোসিয়েশনের পক্ষে সভাপতি দিলীপ ঘোষ এবং সম্পাদক বরুণ হালদার ও সংগঠনের সকল সদস্যবৃন্দগণ এর উদ্যোগে করোনা বিধি মেনে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
কোভিড বীর যোদ্ধা হিসেবে সামনের সারিতে থাকা, চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, স্কুল শিক্ষিক, সাংবাদিক-সহ বিশিষ্ট গুনীজনদের হাতে স্মারক সম্মাননা প্রদান করে সংবর্ধনা দেওয়া হয়। এবং স্বর্গীয় সংবাদিক দেবাশিস মালিক, BDO সৈয়দ আহমেদ মন্দির বাজার, আইসি অনিন্দ বসু নদাখালি,হমগার্ড হরিপদ প্রধান কাকদ্বীপ,ড:বিনওয়েন্দ্র নাথ আদক ডা:হা:মেডিকেল কলেজ,ডা:প্রবাল কান্তি গায়েন মেডিকেল অফিসার ফলতা, মৃত্যুঞ্জয় হালদার কূল্পী,সহ সকল প্রায়ত কভিড যোদ্ধাদের আত্মার শান্তি কামনা করে এক মিনিট নীরবতা পালন করা হয় I উপস্থিত ছিলেন এই সংবর্ধনা অনুষ্ঠানের সভাপতি ডা:হা: মহকুমা শাসক সুকান্ত সাহা,সুন্দরবন উন্নায়ন মন্ত্রী বঙ্কিম চন্দ্র হাজরা,রাজ্যের প্রতিমন্ত্রী দিলীপ মন্ডল,কুল্পি বিধায়ক জগরঞ্জন হালদার,ব্লক১ তৃণমূল যুব সভাপতি গৌতম অধিকারী দক্ষিণ ২৪পরগনা জেলার মহিলা তৃণমূল যুব সভাপতি মনমহিনী বিশ্বাস,টাউন তৃণমূল সভাপতি অমিত সাহা, ব্লক২ সভাপতি অরুময় গায়েন, পৌরসভার যুন্ম কনভেনর সৌমেন তরফদার সহ একাধিক পুলিশ প্রশাসন এবং পৌরসভার সকল নেতৃত্ব বৃন্দরা।
এই অভিনব উদ্যোগের তারিফ করলেন ডায়মন্ড হারবার পৌরসভার সাধারণ মানুষজন।