|
---|
নিজস্ব সংবাদদাতা : যাদবপুরের হস্টেল ছাড়তে হবে প্রাক্তনীদের। তাঁদের খুঁজে বের করতে হবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকেই। ২৪ ঘণ্টার মধ্যে যাতে তাঁরা হস্টেল ছেড়ে দেন, তাও নিশ্চিত করতে হবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকেই। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ছাত্রমৃত্যুর ঘটনায় দায়ের হওয়া এক মামলায় এমনই কড়া নির্দেশ দিল কলকাতা হাই কোর্ট।গত ৯ আগস্ট যাদবপুর বিশ্ববিদ্য়ালয়ের মেন হস্টেল থেকে পড়ে মৃত্যু হয় প্রথম বর্ষের পড়ুয়ার। অভিযোগ, বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনীদের র্যাগিংয়ের জেরেই মৃত্যু হয়েছে তাঁর। এই ঘটনার পরই প্রকাশ্যে আসে হস্টেলের ঘর দখল করে রাখার বিষয়টি। এই প্রেক্ষিতে কলকাতা হাই কোর্টে মামলা করেন তৃণমূল ছাত্রনেতা সুদীপ রাহা। সেই মামলার প্রেক্ষিতেই এদিন এমন নির্দেশ দিল কলকাতা হাই কোর্ট। কলাবিভাগের কয়েকজন প্রতিনিধির আইনজীবীরা আদালতে জানান, পাস আউটদের হোস্টেলে থাকা মেনে নেওয়া যায় না।আদালতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের বক্তব্য, ছাত্ররা যাতে সবরকম ভাবে সাহায্য করে এটা বলা দরকার। ২০১৬-র পর থেকে ইউজিসি টাকা দিচ্ছে না। রাজ্য সরকার বেতন দিচ্ছে। কিছু রিজার্ভ ফান্ড থেকে চালানো হচ্ছে। বর্তমানে রাজ্য সরকার বিশ্ববিদ্যালয়ের কাজকর্মের জন্য টাকা বরাদ্দ করছে। সিসিটিভি বসানো নিয়ে ছাত্র প্রতিনিধিদের মতামত হলফনামা আকারে জমা দিতে হবে। জানিয়ে দিয়েছে হাই কোর্ট।