|
---|
রামিজ আলি আহমেদ: শনিবার কলকাতা শহরে নতুন হবিবস হেয়ার অ্যান্ড বিউটি সেলুন ও অ্যাকাডেমির উদ্বোধন করলেন কিংবদন্তি হেয়ার স্টাইলিশ হাবিব আহমেদ।উপস্থিত ছিলেন কর্ণধার সোমা ঘোষ।এখানে আন্তর্জাতিক মানের রূপচর্চার সমস্ত পরিষেবা পাওয়া যাবে সামান্য খরচের বিনিময়ে।তাহলে আর দেরি কেন!পুজোর সাজটা তাহলে এখানেই হয়ে যাক।নিচে রইলো সম্পূর্ণ ঠিকানা: ২৯,হো-চি-মিন সরনি, প্রথম তল,শকুন্তলা পার্ক, কলকাতা-৬১৷