বিশ্বে শান্তির বার্তা দিতে অনুষ্ঠিত হলো তাবলীগ জামাতের ইজতেমা

বাবলু হাসান লস্কর, দক্ষিণ ২৪ পরগনা: বিগত ৩৪ বছর ন্যয় পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনার কুলতলী থানার কুন্দখালি গোডাবর অঞ্চলের অম্বিকা নগর কেল্লায় অনুষ্ঠিত হলো তাবলিগ জামাতের সর্ববৃহৎ সমাবেশ ইজতেমা’। যা প্রতিবছর কুলতলী থানার অন্তর্গত অম্বিকা নগর কেল্লা গ্রামে অনুষ্ঠিত হয়ে থাকে।

    তিন দিনের ইজতেমা আজ মঙ্গল বুধ ও বৃহস্পতিবার সকাল দশটায় শেষ হল এই অনুষ্ঠান। প্রতিবছর তিন দিন ধরে হাজার হাজার মানুষের জমায়েত হয় ধর্মীয় অনুশাসনের মধ্য দিয়ে এখানে চলে ঈশ্বরের সান্নিধ্য লাভের আশায় ‘ইজতেমায় আসা। আরবি শব্দ যার অর্থ সম্মিলন, সভা বা সমাবেশ। ইজতেমা’ শব্দটি বাংলা ও আরবি শব্দের সম্মিলনে সৃষ্ট।তাবলিগ জামাতে অংশগ্রহণ করেন জেলার বিভিন্ন প্রান্ত থেকে ধর্মপ্রাণ মানুষজন।এই ইজতেমা বিগত ৩৪ বছর ধরে এই সমাবেশ নিয়মিত আয়োজিত হয়ে আসছে। প্রতিবছর ইজতেমায় অংশগ্রহণকারীর সংখ্যা বৃদ্ধি পেতে থাকে কুলতলী থানার এই সুন্দরবন লাগোয়া অম্বিকানগর কেল্লায়