|
---|
নিজস্ব সংবাদদাতা : ধান জমিতে গরু চরাচ্ছিল প্রতিবেশী। প্রতিবাদ করায় মহিলাকে কাঁচি দিয়ে কোপানোর অভিযোগ উঠল সেই প্রতিবেশীর বিরুদ্ধে। এমনকী ওই মহিলার জামাই বাঁচাতে গেলে তাঁকেও কাঁচি দিয়ে কুপিয়ে খুন করে অভিযুক্ত। এই ঘটনাকে ঘিরে উত্তেজনা ছড়াল বাঁকুড়ার (Bankura Murder) কোতুলপুর থানার মির্জাপুর অঞ্চলের ধরমপুর গ্রামে। মৃতের নাম বিকাশ খাঁ (৪৭)।
স্থানীয় সূত্র থেকে জানা গেছে, ধরমপুর গ্রামের এক বাসিন্দা বিজলা দিগারের বেশ কয়েক বিঘা ধানের জমি আছে। সেখানে ফসল থাকলেও প্রতিবেশী গৌতম দিগার বিজলাদেবীর ধান জমিতে গরু চরাচ্ছিল। অভিযোগ, ওই মহিলা প্রতিবাদ করলে গৌতম তেড়ে যায়। হাতের সামনে থাকা গাছ কাটার কাঁচি দিয়ে মহিলার পেটে কোপ মারে। এই ঘটনা দেখতে পেয়ে শাশুড়িকে বাঁচাতে সামনে হাজির হন বিকাশ। সামনে বিকাশকে পেয়ে তাঁকেই কাঁচি দিয়ে এলোপাথাড়ি কোপাতে থাকে (Bankura Murder) গৌতম। রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন বিকাশ। স্থানীয়রা বিকাশ ও বিজলাদেবীকে আহত অবস্থায় কোতুলপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। সেখানে বিকাশের শারীরিক অবস্থার অবনিত ঘটলে বিষ্ণুপুর জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তারপর তাঁকে বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় বিকাশের মৃত্যু হয়েছে।
ছেলের মৃত্যুতে শোকস্তব্ধ নারায়ণ খাঁ দোষীর চরম শাস্তি দাবি করেছেন। ১৭ বছরের নাতির ভবিষ্যৎ কী হবে, তা নিয়ে ভেবে কূলকিনারা পাচ্ছেন না। তিনি বলেছেন, জমিতে চাষবাস করেই সংসার চালাত ছেলে। ছেলে এইভাবে খুন হয়ে যাওয়ার পর তাঁদের সংসার কে চালাবে?ইতিমধ্যে অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযুক্ত গৌতম দিগার জানায়, বিজলীদেবীর খেতে সে গরু চড়াচ্ছিল, ওই মহিলা প্রতিবাদ করেছিলেন। তখন মাথা ঠিক রাখতে পারেনি সে। তাই কাঁচি দিয়ে আঘাত করে।