SSC-gd 2022 এ জাল ডোমিসাইল ও জাল কাস্ট সার্টিফিকেট দিয়ে বাংলা রাজ্যের জন্য সংরক্ষিত আসনে ঢুকছে বিহার-ইউপির ছেলেমেয়েরা ! হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করল বাংলা পক্ষ

নিজস্ব সংবাদদাতা : CAPF (BSF, CRPF, CISF ইত্যাদি) কনস্টেবল ও রাইফেলম্যানের চাকরিতে বাংলা রাজ্যের জন্য ৬০০০ এর ও বেশি আসন আছে। তাতে জাল ডোমিসাইল সার্টিফিকেট ও জাল কাস্ট সার্টিফিকেট দিয়ে ঢুকছে বিহার-ইউপি ইত্যাদি রাজ্যের ছেলেমেয়েরা। হয় তারা ডোমিসাইল জাল করছে, কিংবা বাংলায় ১০ বছর না থেকেও ভুল তথ্য দিয়ে SDO অফিস থেকে ডোমিসাইল সার্টিফিকেট তুলছে। এই বিষয়ে নিজাম প্লেসে SSC এর রিজিওনাল হেড অফিসে, CRPF ভবন এবং ব্যারাকপুর SDO অফিসে তথ্য প্রমাণ সহ স্মারকলিপি জমা দিয়েছে। ইতিমধ্যেই জাল ডোমিসাইল ইস্যুতে মধ্যমগ্রাম, হরিণঘাটা ও ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

    আজ কলকাতা হাইকোর্টে প্রধান বিচারপতির এজলাসে জনস্বার্থ মামলা করলো বাংলা পক্ষ। বাংলা পক্ষর তরফে এই জনস্বার্থ মামলা করেছে শীর্ষ পরিষদ সদস্য তথা সাংগঠনিক সম্পাদক কৌশিক মাইতি। জনস্বার্থ মামলা- WPA(P)/444/2023

     

    বাংলা পক্ষর আইনজীবী প্রসেনজিৎ দেবনাথ ও দিব্যায়ন ব্যানার্জী।

     

    মহামান্য প্রধান বিচারপতির কাছে বাংলা পক্ষর আবেদন-

    ১. SSC-GD -২০২২ নিয়োগে অবিলম্বে স্থগিতাদেশ দিতে হবে

    ২. প্রতিটা ডকুমেন্ট যাচাই করতে হবে

    ৩. যারা জাল ডোমিসাইল জমা দিয়েছে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে হবে

    ৪. বাংলায় থাকা সমস্ত জাল ডোমিসাইল চক্র ধরতে CID তদন্ত চাই।