দু’মাস হয়ে গেল উপাচার্য নেই গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ে! ফলে শিকেয় উঠেছে পড়াশোনা

নিজস্ব সংবাদদাতা : দু’মাস হয়ে গেল উপাচার্য নেই গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ে। ফলে শিকেয় উঠেছে পড়াশোনা, থমকে গিয়েছে বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সেমিস্টারের পরীক্ষা। এতে চরম সমস্যায় পড়েছে পড়ুয়ারা।

     

    উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় সূত্রে খবর, অগস্ট মাসে পরীক্ষার সূচি ঘোষণা করা হয়েছিল। কিন্তু উপাচার্য না থাকায় পরীক্ষার দিন ঘোষণা করতে পারছে না বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এদিকে সময়ের মধ্যে পরীক্ষা শেষ না হলে আগামী সেমিস্টারের ক্লাস শুরু হতে দেরি হবে। সার্বিকভাবে বিশ্ববিদ্যালয়ের পঠন-পাঠন প্রক্রিয়ায় এক বড় বিপর্যয় দেখা দেবে। এদিকে স্নাতকোত্তরের ফাইনাল সেমিস্টার ও স্নাতক স্তরের ফাইনাল পরীক্ষা শেষ হয়েছে। তবে উপাচার্য না থাকায় দুই ফাইনাল স্তরের ফল প্রকাশ করতে পারছে না কর্তৃপক্ষ। সময়ের মধ্যে স্নাতক স্তরের ফল প্রকাশ না হলে স্নাতকোত্তরে ভর্তি ক্ষেত্রে সমস্যায় পড়বে পড়ুয়ারা।এদিকে উচ্চশিক্ষা দফতরে পক্ষ থেকে ফল প্রকাশ ও ভর্তির বিষয়ে একটি নির্দিষ্ট সময় ধার্য করা হয়েছে। সেই সময়ের মধ্যেই ফল প্রকাশ ও ভর্তি প্রক্রিয়া শেষ করতে হবে। কিন্তু গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য না থাকায় ফাইনাল স্তরের পরীক্ষা হলেও ফল প্রকাশ সময়ের মধ্যে হবে কি না তা নিয়ে চিন্তিত মালদহ সহ আশেপাশের জেলার হাজার হাজার পড়ুয়া। বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া নাফিজ ইসলাম বলেন, উপাচার্য না থাকায় আমাদের পরীক্ষা হচ্ছে না। হোস্টেল চালু হচ্ছে না। সময়ের মধ্যে পরীক্ষা না হলে আমাদের তৃতীয় সেমিস্টারের সমস্যা হবে।১ জুন ২০২৩ থেকে গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নেই। উচ্চশিক্ষা দফতরের পক্ষ থেকে উপাচার্য পদে দায়িত্ব দেওয়া হয়নি কাউকে। প্রায় দু’মাসের বেশি সময় ধরে নেই উপাচার্য। এর ফলে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কাজকর্মে সমস্যায় পড়তে হচ্ছে পড়ুয়া থেকে কর্তৃপক্ষকে। উপাচার্য না থাকায় বিশ্ববিদ্যালয়ের অধীনস্ত কলেজগুলিতে পরীক্ষা প্রক্রিয়া শুরু করা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে সমস্ত কলেজগুলির প্রিন্সিপালদের নিয়ে একটি আলোচনা করা হয়। সেই আলোচনার ভিত্তিতে কলেজগুলিতে ভর্তি প্রক্রিয়ার কোনক্রমে সম্পন্ন করা হয়েছে। কিন্তু উপাচার্য না থাকায় পরীক্ষার সহ অন্যান্য বিভিন্ন কাজকর্মে সমস্যায় পড়তে হচ্ছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে। বিশ্ববিদ্যালয়ের পড়াশোনার পাশাপাশি অন্যান্য বিভিন্ন উন্নয়নমূলক কাজ করতেও সমস্যায় পড়তে হচ্ছে নিয়মিত। এমন অবস্থায় দাঁড়িয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের একাংশ থেকে পড়ুয়া চাইছেন দ্রুত উপাচার্য নিয়োগ হোক গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়। তবে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ঠিক কবে নিয়োগ হবে তা জানা নেই কারোর। উপাচার্য নিয়োগের দাবি জানিয়ে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে উচ্চ শিক্ষা দফতর একাধিক বার আবেদন করা হয়েছে। তারপরও সমস্যার সমাধান মিলছে না। এই প্রসঙ্গে গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন আধিকারিক তথা ডেপুটি রেজিস্টার রাজীব পাতিতুন্ডী বলেন, বিশ্ববিদ্যালয়ের সমস্ত কাজকর্ম পঠন-পাঠন স্বাভাবিক আছে। আমরা বিশ্ববিদ্যালয়ের আধিকারিক, অধ্যাপকরা সকলে মিলে নিয়মিত ক্লাস বজায় রেখেছি। কলেজগুলিতে ভর্তি প্রক্রিয়ায় সম্পন্ন হয়েছে। তবে উপাচার্য না থাকায় কিছু কিছু ক্ষেত্রে সমস্যা হচ্ছে বলে তিনিও মেনে নেন।