|
---|
নিজস্ব সংবাদদাতা : হাওড়া জেলা সংশোধনাগারে এক বন্দির মৃত্যু ঘিরে উত্তপ্ত হল পাঁচলা থানার জয়নগর। পরিবারের অভিযোগ সোমনাথ সর্দার নামে তাঁদের ছেলেকে পিটিয়ে খুন করা হয়েছে। প্রতিবাদে এদিন পথ অবরোধ করে বাড়ির লোকেরা। যদিও পিটিয়ে খুনের অভিযোগ অস্বীকার করেছে পুলিশ। পুলিশের দাবি, সংশোধনাগারে অসুস্থ হয়েই মারা গিয়েছে নাবালিকা ধর্ষণে অভিযুক্ত সোমনাথ।
গত মঙ্গলবার সোমনাথকে গ্রেফতার করা হয়েছিল। মূলত আদালত অবমাননার অভিযোগেই গ্রেফতার হয়েছিল ওই যুবক। নাবালিকাকে ধর্ষণের অভিযোগ তার বিরুদ্ধে মামলা থাকলেও, একদিন আদালতে হাজিরা দেয়নি ওই যুবক। এরপর তার নামে সমন জারি করা হয়। আদালতের নির্দেশেই গ্রেফতার করে পুলিশ।
যদিও পুলিশের দাবির সঙ্গে একমত নয় সর্দার পরিবার। তার প্রতিবাদে শনিবার সকাল থেকে রাস্তা অবরোধ শুরু হয়। পাঁচলা থানা ঘটনাস্থলে গেলে এলাকা উত্তপ্ত হয়। অভিযোগ পুলিশের গাড়িও ভাঙচুর করা হয়েছে।