ইডির স্ক্যানারে এবার জ্যোতিপ্রিয় মল্লিকের পরিচারক রামস্বরূপ শর্মা

দেবজিৎ মুখার্জি, কলকাতা: ইডির স্ক্যানারে এবার রেশন দুর্নীতি কাণ্ডে ধৃত মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের পরিচারক রামস্বরূপ শর্মা। শনিবার দুপুর তাঁকে সল্টলেকের ইডি দপ্তরে ডেকে পাঠানো হয়। এখানেই ১৩ তারিখ পর্যন্ত ইডি হেফাজতে রয়েছেন মন্ত্রী। সেখানে তাঁকে দেখে সাংবাদিকরা প্রশ্ন করলে তিনি প্রথমে জ্যোতিপ্রিয়র খাবার নিয়ে এসেছেন বলে দাবি করলেও পরে প্রশ্নের মুখে বিস্ফোরক কথাবার্তা বললেন রামস্বরূপ। বলা যায়, মন্ত্রীর বেশ কিছু ‘গোপন কথা’ই প্রকাশ করে দিলেন তিনি।

    শনিবার দুপুরে ইডি দপ্তরে যান রামস্বরূপ শর্মা। কিছুক্ষণ পর বেরিয়েও আসেন। সেখানে সাংবাদিকরা তাঁকে প্রশ্ন করলে প্রথমে এড়িয়ে যাওয়ার চেষ্টা করলেও পরে সমস্তই ফাঁস করেন। তিনি জানান, কেষ্টপুরে ফ্ল্যাট কেনার জন্য লকডাউনের আগে ‘সাহেব’ জ্যোতিপ্রিয় মল্লিকের থেকে ঋণ নিয়েছিলেন। তার মধ্যে ৫ লক্ষ টাকা শোধও করেছেন। বাকি টাকা মাসে মাসে শোধ করছেন। তবে সংস্থার বিষয়ে তিনি কিছুই জানেন না।

    উল্লেখ্য, এর আগে জ্যোতিপ্রিয় ঘনিষ্ঠদের জিজ্ঞাসাবাদ করে ইডির হাতে তথ্য এসেছিল যে মন্ত্রী নিজের স্ত্রী, মেয়ে ছাড়াও বাড়ির পরিচারককে বিভিন্ন সংস্থার ডিরেক্টর পদে বসিয়েছিলেন। কালো টাকা সাদা করতে এই পন্থাই তিনি অবলম্বন করেছিলেন বলে তদন্তকারীদের জানিয়েছেন তাঁর ঘনিষ্ঠরা। সেই তথ্যের ভিত্তিতে রামস্বরূপকে সংস্থার বিষয়ে জিজ্ঞাসা করা হয়। তবে তিনি সেসবের কিছু জানেন না বলে দাবি করেন।

    তবে এর পর তিনি যা বলেন, তা যথেষ্ট বিস্ফোরক। রামস্বরূপের কথায়, ”আমার কাছ থেকে সাদা কাগজে সই করিয়েছিল আমি করেছিলাম। যারা এসেছিল, তাদের চিনি না। সাহেবের নাম করে বলেছিল, সই করে দিতে। অনেক বছর আগে এসেছিল। সইটা উল্টোডাঙা দিকে রাস্তায় দাঁড়িয়ে করিয়েছিল। বলেছিল, সাহেব পাঠিয়েছে, এটা তোমায় সই করে দিতে হবে।”