কন্যাশ্রী দিবসে বর্ধমানের তেজগঞ্জ হাই স্কুলে চারা গাছ বিতরণ

লুতুব আলি, বর্ধমান, নতুন গতি : কন্যাশ্রী দিবসে বর্ধমানের তেজগঞ্জ হাই স্কুলে চারা গাছ বিতরণ। অপূর্ব বর্ধমান জেলার বিদ্যালয় গুলিতে দশম কন্যাশ্রী দিবস পালন করা হল। মূল অনুষ্ঠানটি হয় বর্ধমান সংস্কৃতি লক্ষ্য মঞ্চে। জেলার এই অনুষ্ঠানটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ। এই অনুষ্ঠানে ও তেজগঞ্জ হাই স্কুলের ছাত্র-ছাত্রীরা সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করে। প্রসঙ্গত উল্লেখ্য, তেজগঞ্জ হাই স্কুলে কন্যাশ্রী দিবস উপলক্ষে সাইকেল র‍্যালি, কুইজ, সংবর্ধনা অনুষ্ঠান ও চারা গাছ বিতরণ করা হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক সন্দীপ কুমার চক্রবর্তী তিনি নিজেও একজন সবুজ শ্রমণ। বিদ্যালয় এর যে কোন অনুষ্ঠানে বৃক্ষ শিশু বিতরণের তিনি একটি অংশ রাখেন। সন্দীপবাবু বর্ধমানের স্বনামধন্য গাছ গ্রুপের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। প্রধান শিক্ষক সন্দীপ কুমার চক্রবর্তী জানান, কন্যাশ্রী দিবস টি সাফল্যের সঙ্গে বিদ্যালয়ে উদযাপিত করতে সমস্ত শিক্ষক-শিক্ষিকা, শিক্ষা কর্মী, অভিভাবকেরাও এগিয়ে এসেছেন। কন্যাশ্রী দের প্রত্যেককে একটি করে চারা গাছ দেওয়া হয়। সবুজয়ানের বার্তা দিতে ও শিক্ষার্থীদের বৃক্ষ রোপনের প্রতি আকৃষ্ট করতে গাছ বিতরণের অনুষ্ঠানটি রাখা হয়েছিল। তেজগঞ্জ হাই স্কুলের শিক্ষার্থীরা সংস্কৃতি লোকমঞ্চের জেলা স্তরের অনুষ্ঠানে অংশগ্রহণ ছাড়াও উদয় পল্লী স্কুলে সাইন্স ডে উপলক্ষে মডেল প্রতিযোগিতায় প্রথম স্থান ও কুইজ প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অধিকার করেছে।