লক্ষ্য ডলারের উপর নির্ভরতা কমানো! এবার ইউএই থেকে ভারতীয় টাকায় তেল কিনলো দিল্লি

দেবজিৎ মুখার্জি: আন্তর্জাতিক বাণিজ্যে ডলারের উপর নির্ভরতা কমাতে এবার সংযুক্ত আরব আমিরশাহী থেকে অপরিশোধিত তেল কিনে দাম মেটানো হল ভারতীয় টাকায়। শুধু অপরিশোধিত তেল কেনার ক্ষেত্রেই নয়, দ্বিপাক্ষিক বাণিজ্যের আরও অন‌্য পরিসরেও ডলারের বদলে টাকায় লেনদেন হচ্ছে।

     

    কেন্দ্রের দাবি, স্থানীয় মুদ্রায় দ্বিপাক্ষিক বাণিজ্য নিষ্পত্তি ভারতীয় মুদ্রাকে আরও গ্রহণযোগ্য করে তুলবে। সংযুক্ত আরব আমিরশাহী ও ভারতের মধ্যে অপরিশোধিত তেলের ব্যবসায় টাকার ব্যবহার উভয় দেশের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্যকে আরও উৎসাহিত করবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। আগামী কয়ক বছরের মধ্যে ভারত থেকে সংযুক্ত আরব আমিরশাহীতে ৫০০০ কোটি ডলার বা ৪ লক্ষ কোটি টাকার বেশি রফতানি হতে চলেছে। বস্তুত ২০২৬-২৭ আর্থিক বছরের মধ্যে রফতানিতে বৃদ্ধি পেয়ে এই জায়গায় পৌঁছবে বলে মনে করা হচ্ছে। অন‌্যদিকে, সংযুক্ত আরব আমিরশাহীও এই বাণিজ্যে লাভবান হবে।