|
---|
নিজস্ব সংবাদদাতা : হুগলির খানাকুলের মাডোখানায বন্যা কবলিত এলাকায় পরিদর্শনে যান তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জি, হুগলি জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি দলীপ যাদব,এছাড়া ও উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ ন ইমুল হক রাঙা,ব্লক সভাপতি অভিজিত্ বাগ, যুব সভাপতি মতিয়ার রহমান বাপি, অসিত সিংহ রায়,আব্বাস আলী ও সহ অন্যান্য নেতৃত্ব কর্মীবৃনদ। এদিন নেতৃত্ব লঞ্চে বিভিন্ন এলাকা পরিদর্শনের পাশাপাশি নিত্যপ্রয়োজনীয় দ্রব্য তুলে দেন।সাংসদ কল্যাণ ব্যানার্জি ও জেলা সভাপতি দলীপ যাদব বলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আপনাদের সাথে সর্বদা আছেন, বিজেপি চক্রান্ত করে এলাকা অশান্ত করে চলেছে মৃত্যু নিয়ে রাজনীতি করছে।তৃণমূল কংগ্রেসে মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলেনা মানুষের পাশে থেকে বিভিন্ন ভাবে সাহায্য সহযোগিতা করে,এটাই তৃণমূলের কাজ, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মহামারী করোনা ভাইরাস থেকে শুরু করে আমফান ঝড়,বন্যা পরিস্থিতি সর্বদা মানুষের পাশে আছেন এছাড়া ও জেলা প্রশাসনের আধিকারিক সহ অন্যান্য নেতৃত্বরাএসে মানুষের পাশে থেকে বিভিন্ন ভাবে সাহায্য সহযোগিতা করেছেন,সরকারের পক্ষ থেকে এই উদোগকে সকলেই সাধুবাদ জানান ।