|
---|
আজহাারউদ্দিন : হুগলির খানাকুল এর রামমোহন কলেজ ছাত্রী বেশ কিছুদিন ধরে জ্বরে আক্রান্ত হয়েছিল সেই খবর সোশ্যাল মিডিয়ার মারফত খবর পেয়ে আরামবাগ হাসপাতালে ছুটে যান রক্ত দিতে হুগলী জেলা পরিষদের সদস্য তথা খানাকুলের তৃণমূল নেতা মুন্সি নজিবুল করিম। কলেজ ছাএী টির হিমোগ্লোবিন কম থাকায় শারীরিক অবস্থা সংকট দেখা দেয় তিনি নিজেই ছাত্রীকে রক্ত দেন এর ফলে ডাক্তার নার্স এবং ছাত্রীর পরিবারের সকলেই তাকে ধন্যবাদ জানান। কারন মহামারী করোনা ভাইরাস এ রক্তদান শিবির কম থাকায় রক্তের সংকট দেখা দেয় নজিবুল করিম বলেন ধর্ম নয় মানুষ হিসেবে পাশে থাকা আমার মূল লক্ষ্য।অনেকেই মহামারী করোনা ভাইরাস এর জন্য নিজের জীবনের ঝুঁকি নিয়ে এরকম মহৎ কাজে কেউ আসতে চায় না ব্যতিক্রম মুন্সী নজিবুল করিম। তিনি বলেন মানব ধর্ম সবচেয়ে বড় ধর্ম, আমার ছোট বোনের মত তার পাশে দাঁড়াতে পেরে আমি খুশি তিনি তার সুস্থতা কামনা করে।