|
---|
সেখ রিয়াজুদ্দিন, বীরভূম:- কয়লা নিয়ে যত ময়লা। আর সেই অবৈধ কয়লা পাচার রোধে বীরভূম জেলা পুলিশ যখন সক্রিয় ভূমিকায় অবতীর্ণ। ঠিক তখনই অবৈধ কয়লা পাচারকারীদের দল তাদের নিত্যনতুন কৌশল অবলম্বন করে চলেছে। জেলা পুলিশের অভিযানে ইতিপূর্বে দেখা গেছে তুষ বোঝায় গাড়ির নীচে কয়লা, তো কখনো জলের বা ফলের পেটির নীচে সাজানো কয়লা। এরূপ পাচারকারীদের নানারকম কৌশল পুলিশের চোখে ফাঁকি দিয়ে পাচারের চেষ্টা করেও ব্যর্থ হয়।
সেরূপ আজ যাত্রীবাহী বাসের মধ্যে অবৈধভাবে কয়লা পাচার করতে গিয়ে খয়রাসোল পুলিশের নজরে পড়ে। জানা যায় যে, পশ্চিম বর্ধমান জেলার মধ্য থেকে বীরভূম বা বীরভূমের উপর দিয়ে যাওয়া যাত্রীবাহী বাসের মধ্যে বস্তা ভর্তি কয়লা বোঝায় করে পাচার হচ্ছে। খয়রাসোল থানার টহলরত পুলিশের গাড়ি ঘোরাঘুরি করার সময় পশ্চিম বর্ধমান দিক থেকে একটি বেসরকারী বাসকে দাড় করিয়ে তল্লাশি অভিযান শুরু করেন। সেখানে যাত্রী সাধারণের অসুবিধা করেই সীটের নীচে বাসের ছাদে কয়লা ভর্তি বেশ কিছু বস্তা রয়েছে। পুলিশ সেগুলো বাসের নীচে নামিয়ে দেয়। তবে কয়লা গুলো কে বা কারা নিয়ে যাচ্ছিল তার কোনো দাবিদার পাওয়া যায়নি। এর প্রেক্ষিতে খয়রাসোল থানার পুলিশ উক্ত বাসের চালক ও কন্ডাক্টরকে সতর্ক করে দেন। বাস মালিকের সাথে প্রয়োজনে কথা বলা হবে এবং পরবর্তীতে বাসের মালিক সহ অন্যান্যদের নামে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে পুলিশ সূত্রে জানা যায়।