|
---|
নিজস্ব সংবাদদাতা : বনদপ্তর এর পাতা খাঁচাতে অবশেষে বন্দী হলো চিতাবাঘ। তাসাটি চা বাগানে বনদপ্তর এর পাতা খাঁচাতে বন্দী একটি চিতাবাঘ। বৃহস্পতিবার সংলগ্ন চা বাগানের ফুটবল খেলার মাঠে চিতাবাঘের হামলায় একজনের মৃত্যু হয়। এরপর রীতিমতো আতঙ্ক ছড়িয়ে পড়ে চা বাগান এলাকায়। খবর যায় বনদপ্তরের কাছে। চিতাবাঘ ধরতে বনদপ্তরের তরফ থেকে তিনটি খাচা পাতা হয়। শনিবার রাত দশটা নাগাদ বনদপ্তর এর পাতা খাচায় বন্দী হয় চিতাবাঘ। ঘটনা সম্পর্কে জানা গেছে রীতিমত ছাগলের টোপ দিয়ে ধরা হয় চিতাবাঘ। এই সম্পর্কে আরো জানা যায়, দুটি চিতাবাঘ খাঁচাবন্দি হয়। তবে একটি চিতাবাঘ খাঁচার থেকে পালিয়ে যায়। চিতাবাঘ খাঁচা বন্দি হওয়ায় স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন সংলগ্ন চা বাগান এলাকার বাসিন্দারা।