|
---|
জলপাইগুড়ি: চা বাগানের চা শ্রমিকদের বজ্রপাত থেকে বাঁচানোর অভিনব উপায় বের করল জলপাইগুড়ি জেলা প্রশাসন। একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি করা হবে, যেখানে বজ্রপাতে আগাম খবর জানিয়ে দেওয়া হবে। প্রসঙ্গত জানানো হয়েছে আগাম তিন ঘণ্টা আগেই বজ্রপাতের খবর জানিয়ে দেওয়া হবে হোয়াটসঅ্যাপ গ্রুপে।
যত দিন যাচ্ছে বজ্রপাতের ঘটনা বাড়ছে। তাই বজ্রপাতের ফলে যাতে শ্রমিকদের মৃত্যু না হয় সে কারণেই এই হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি করা হবে হবে। জেলার বিভিন্ন আধিকারিক, চা বাগানের ম্যানেজার, চা বাগান মালিক সংগঠনের এই হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত করা হবে।
ফাঁকা জায়গা, চা বাগান, ফাঁকা জমিতে বজ্রপাতের আশঙ্কা বেশি থাকে। তাই চা শ্রমিকদের সুরক্ষার জন্য জলপাইগুড়ি জেলা প্রশাসনের তরফ থেকে এই উদ্যোগ নেওয়া হয়েছে। এই প্রসঙ্গে জেলাশাসক মৌমিতা গোধরা বসু জানান খুব তাড়াতাড়ি হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি করা হবে, সম্ভবত এই মাসের শেষে হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি হয়ে যাবে। শ্রমিকদের নিরাপত্তা সুনিশ্চিত করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।
ডুয়ার্স টি অ্যাসোসিয়েশন এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে। যদিও চা বাগানে বজ্রপাতের দুর্ঘটনা কম ঘটে তবু এই উদ্যোগ যথেষ্ট প্রশংসনীয়।