|
---|
নিজস্ব সংবাদদাতা : মুর্শিদাবাদ জেলা পরিষদের কর্মাধ্যক্ষ নির্বাচন প্রক্রিয়া প্রায় কুড়ি দিন পিছিয়ে গেল।তৃণমূল কংগ্রেস সূত্রে জানা গেছে, আগামী ২২ আগস্ট থেকে শুরু হচ্ছে রাজ্য বিধানসভার অধিবেশন। তার ফলে প্রস্তাবিত ২৩ আগস্ট জেলা পরিষদের সমিতি গঠন প্রক্রিয়া? অংশগ্রহণ করতে পারবেন না পদাধিকারবলে স্থায়ী সমিতির ‘এক্স অফিসিও’ সদস্য জেলার বিধায়করা। সেই কারণেই স্থায়ী সমিতি গঠন এবং কর্মাধ্যক্ষ নির্বাচন প্রক্রিয়া প্রায় কুড়ি দিন পিছিয়ে দিতে বাধ্য হয়েছে প্রশাসন। ৭৮ আসন বিশিষ্ট মুর্শিদাবাদ জেলা পরিষদে এবছর একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বোর্ড দখল করেছে তৃণমূল কংগ্রেস। গত ১৪ তারিখ সভাধিপতি নির্বাচন এবং সহকারী সভাধিপতি নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। সভাধিপতি পদে তৃণমূল কংগ্রেসের রুবিয়া সুলতানা এবং সহকারী সভাধিপতি পদে আতিবুর রহমান নির্বাচিত হয়েছেন। আগামী ২৩ আগস্ট মুর্শিদাবাদ জেলা পরিষদের স্থায়ী সমিতি গঠন এবং ৩০ আগস্ট কর্মাধ্যক্ষ মনোনয়ন হওয়ার কথা ছিল। জেলা পরিষদের ন’টি স্থায়ী সমিতির প্রত্যেকটিতে জেলা পরিষদের পাঁচ জন করে সদস্য ছাড়াও জেলার বিধায়ক, সাংসদ এবং পঞ্চায়েত সমিতির সভাপতিরা ‘এক্স অফিসিও’ সদস্য হিসাবে থাকেন। জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, আগামী ১৯ সেপ্টেম্বর মুর্শিদাবাদ জেলা পরিষদের স্থায়ী সমিতি গঠন হবে। জেলা তৃণমূলের এক শীর্ষ নেতা জানান, প্রশাসনিক নির্দেশ পেলে ১৯ সেপ্টেম্বর অথবা তার ২–১ দিনের মধ্যেই স্থায়ী সমিতিগুলোর কর্মাধ্যক্ষ মনোনয়ন প্রক্রিয়া শেষ করা হবে। ততদিন জেলা পরিষদ চালাবেন সভাধিপতি এবং সহকারী সভাধিপতি।