|
---|
নিজস্ব সংবাদদাতা : বিপুল পরিমাণ নিষিদ্ধ কাশির সিরাপ সহ এক ব্যক্তিকে গ্রেফতার করল কোতোয়ালী থানার পুলিশ। ধৃতের নাম মহিদুল বিশ্বাস। তার বাড়ি মুরুটিয়া থানার রশিদ পুরে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গোপন সূত্রে পুলিশ জানতে পারে একটি ট্রাক বিপুল পরিমাণ নিষিদ্ধ কাশির সিরাপ নিয়ে পাচারের উদ্দেশ্যে নবদ্বীপের দিক থেকে কৃষ্ণনগরের দিকে যাচ্ছে। খবর পেয়ে কোতোয়ালী থানার পুলিশ জাহাঙ্গীরপুর এলাকায় নবদ্বীপ কৃষ্ণনগর রাজ্য সড়কে সন্দেহজনক ট্রাকটিকে আটক করে। গাড়িতে তল্লাশি চালিয়ে ৮ হাজার ১০০ বোতল নিষিদ্ধ কাশির সিরাপ উদ্ধার হয়। এরপরই গাড়ির চালক মহিদুল বিশ্বাসকে পুলিশ গ্রেফতার করে।
জেরায় ধৃত জানিয়েছে হিমাচল প্রদেশ থেকে ওই কাশির সিরাপ আনা হয়েছে এবং মুরুটিয়া এলাকা দিয়ে বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল। প্রসঙ্গত ফেনসিডিল হল একটি নিষিদ্ধ কাশির সিরাপ।যা বর্তমানে মাদকদ্রব্য হিসেবে বিপুল পরিমাণে পাচার হয়ে থাকে। বিশেষ করে পার্শ্ববর্তী দেশ বাংলাদেশে হাজার হাজার ফেনসিডিলের বোতল গোপনে পাচার হয়ে থাকে। যদিও সীমান্ত রক্ষী বাহিনী এবং পুলিশ প্রশাসনের কড়া নজরদারিতে ।ঠিক তেমনই এদিনও ফেনসিডিল ভর্তি গোটা ট্রাককে তৎপরতার সঙ্গে আটক করে কোতোয়ালি থানার পুলিশ। ট্রাকটিকে আটক করে রাস্তার পাশেই নিষিদ্ধ সেই সমস্ত কাশির সিরাপ গুলি নামানো হয় এরপর তার থেকে বের করে পুলিশ প্রশাসনের সহযোগিতাতেই সমস্ত ফেনসিডিলের বোতল গুলি গোনা হয়। ইতিমধ্যেই লরি সমেত ওই ব্যক্তিকে আটক করেছে কৃষ্ণনগর কোতোয়ালি থানার পুলিশ।