|
---|
নিজস্ব সংবাদদাতা : বয়স মাত্র ৭ বছর। এইটুকু বয়সেই যে ভয়ঙ্কর নির্যাতনের শিকার তাকে হতে হয়েছে, তা জেনে আতঙ্কে শিউরে উঠছেন অনেকেই। কখনও বাড়ির ভিতর, কখনও বা চলন্ত অটোয় বারবার ধর্ষণ করা হয়েছে সাত বছরের মেয়েকে! অভিযুক্ত প্রতিবেশী এক ‘জেঠু’ (Malda minor raped)। ভয়ঙ্কর সেই ঘটনার জেরে বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন শিশুটি। তার পরিবারের লোকজনের অভিযোগের ভিত্তিতে পুলিশ ইতিমধ্যেই গ্রেফতার করেছে অভিযুক্তকে।
নিগৃহীতা শিশুটির বাড়ি মালদহের বাচামারি এলাকায়। ৭ বছরের নাবালিকা স্থানীয় একটি স্কুলের প্রথম শ্রেণির পড়ুয়া। অভিযোগ, প্রতিবেশী এক প্রৌঢ় একাধিকবার ধর্ষণ করেছে শিশুটিকে। সে যখন বাড়ির বাইরে খেলছিল, সেখান থেকে তাকে তুলে নিয়ে গিয়ে একটি অটোর ভিতর প্রথমবার ধর্ষণ করে অভিযুক্ত (minor raped by neighbour)। এরপর ভয় দেখিয়ে তাকে চুপ করিয়ে রাখে সে।ভয়াবহ সেই নির্যাতনে নাবালিকা অসুস্থ হয়ে পড়লেও প্রাথমিকভাবে বাড়ির কাউকে কিছু জানায়নি সে। এর পরের দিন ফের তাকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করে অভিযুক্ত। এবারেও আতঙ্কে চুপ করে ছিল নাবালিকা। তারপর অন্য একদিন নিজেরই বাড়ির গেটের কাছে তাকে আবারও ধর্ষণ করছিল ওই প্রৌঢ়। তখন অন্য এক প্রতিবেশী হাতেনাতে ধরে ফেলেন তাকে। (Malda minor raped)
ওই প্রতিবেশীই নিগৃহীতার শিশুটির বাড়িতে পুরো কথা খুলে বলেন। নাবালিকার পরিবারের তরফে দেরি না করে থানায় অভিযোগ দায়ের করা হয়। সেই অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই পুলিশ গ্রেফতার করেছে অভিযুক্তকে। শিশুটিকে ভর্তি করা হয়েছে মালদহ মেডিকেল কলেজ হাসপাতালে। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।