এনআরসি আতঙ্কে দক্ষিণ ২৪ পরগনায় হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু

জাকির হোসেন, সরবেড়িয়া, নতুন গতি : আবার এনআরসি আতঙ্কে মৃত। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার বাসন্তী থানার সূর্য বেরিয়া কামাখ্যাপুর গ্রামে। মৃতের নাম আব্দুল খালেক মোল্লা (৫০)। পেশায় কৃষিকার্য।

    সূত্রের খবর সারাদিন মাঠে কাজ করে রাত্রি বেলা এনআরসি কাগজপত্র নিয়ে আলোচনা হতে হতে হঠাৎ বুকে যন্ত্রণা হয়। ডাক্তার এসে মৃত বলে ঘোষণা করলেন। তার নিকটাত্মীয় আলাউদ্দিন মোল্লা বলেন এনআরসি আতঙ্কে কাগজপত্র নিয়ে বেশ কয়েকদিন চিন্তার মধ্যে ছিলেন। মৃত্যুকালে তার এক কন্যা ও তিন পুত্র ও নাতি-নাতনি রেখে গেলেন।