|
---|
শিলিগুড়ি: ২০২২ এর মধ্যে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থাকে লাভজনক সংস্থায় পৌছানোর লক্ষ মাত্রা নেওয়া হয়েছে। বৃহস্পতিবার শিলিগুড়িতে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থাএ ডিপোগুলি পরিদর্শণে এসে একথা জানান সংস্থার চেয়ারম্যান পার্থপ্রতীম রায়। এদিন তিনি পরিদর্শন করেন উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার এনবিএসটিসি ডিপো, মাল্লাগুড়ি এবং তেনজিং নোরগে বাস টার্মিনাস।
পরিদর্শন শেষে পার্থপ্রতীম রায় বলেন, বাম আমলে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থা ধ্বংসের পথে চলে গিয়েছিল। পরবর্তীতে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারে এর হাল ফেরে। উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থাকে চালাতে হলে মাসে ১৮ কোটি টাকার প্রয়োজন। বর্তমানে মাসিক আয় এসে দাঁড়িয়েছে ১৫ কোটি টাকাতে। ২০২২ সালে ১৫ কোটি টাকা থেকে বাড়িয়ে ২০ কোটি টাকার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। এর জন্য বসে থাকা বাসগুলিকে যাতে রাস্তায় নামানো হয় তার জন্য উত্তরবঙ্গের প্রত্যেক ডিপো ম্যানেজারদের নির্দেশ দেওয়া হয়েছে। উল্লেখ্য বর্তমানে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার কর্মীদের বেতন ভর্তুকী হিসেবে দিচ্ছে রাজ্য সরকার।