প্রশাসনিক প্রধান হয়েও নর্দমা পরিস্কার করছেন গলসির বিডিও

আজিজুর রহমান, গলসি : অফিসার হয়ে ব্লকের বিভিন্ন গ্রামের পাড়ায় পাড়ায় গিয়ে নর্দমা পরিস্কার করছেন বিডিও। একটি বাঁশে লাঠিতে আংটা লাগিয়ে নর্দমা থেকে তুলছেন নোংরা আবর্জনা। নিত্যদিন সকালে ব্লকের সাফাই কর্মীদের সাথে এমন ভাবেই স্বচ্ছ ভারত মিশনের কর্মসূচি পালন করছেন গলসি ২ ব্লকের বিডিও সঞ্জীব সেন। আবুল হাসান নামে এক ব্যাক্তি বলেন, বিডিও স্যার ছাড়াও যারা ওই কাজ করছেন তাদের ধন্যবাদ জানাই। কারন তারা সমজাটাকে ভালোবেসে ওই কাজ করছেন। আমাদের সবার এমন কাজ করা উচিত। স্থানীয় বাসিন্দা আজিম সেখ বলেন, আমরা অফিসে গিয়ে দেখেছি বিডিও স্যারের কোন আত্ম অহংকার নেই। এখন দেখলাম নিজে ড্রেন পরিস্কার করেছেন। এটা দিয়ে আমাদের একটাই বার্তা দিচ্ছেন। বাড়ির আসপাস পরিস্কার মানেই আমাদের নিজের লাভ। এমন বিডিও সাহেব আমাদের কাছে খুবই গর্বের।

    জানাগেছে, গতকাল তিনি ও গলসি গ্রাম পঞ্চায়েতের প্রধান কমল রুইদাসকে সাথে নিয়ে গলসির দাস পাড়ায় ও আজ কুরকুবা গ্রাম পঞ্চায়েত প্রধান সেখ হেফজুল রহমানকে সাথে নিয়ে আসকরন গ্রামে নর্দমা পরিস্কার করেছেন। এছাড়াও তার সাথে কাজে হাত লাগিয়েছেন পঞ্চায়েত ও বিডিও অফিসের আধিকারিকরা। ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক হয়ে চেয়ার টেবিলে বসে কাগজ কলম ও কম্পিউটারে কাজ তো অফিস টাইমে করেন। তবে অফিস যাবার আগে মানুষের স্বাস্থ্যের কথা মাথায় রেখে নিত্যদিন পৌছে যাচ্ছেন গ্রামের অলিগলিতে। নিজেই মাইক হাতে সচেতন করছেন সাধারণ গ্রামবাসীদের। সঞ্জীব বাবু জানিয়েছেন, এখনও গ্রামের মানুষদের আমরা সচেতন করতে পারিনি। তাই গ্রামে গিয়ে গিয়ে কাজের মধ্য দিয়ে সচেতন করছি। কারন এখন ডেঙ্গুর ছড়ানোর সময়। তাই আমাদের সবাইকে খুব যত্নশীল হতে হবে। তাছাড়াও মশাবাহিত রোগ থেকে মুক্তি পেতে ও ব্লক এলাকার পরিবেশকে সুস্থ রাখতে হবে।