|
---|
দেবজিৎ মুখার্জি: কর্নাটকে হিজাবের পর এবার বাইবেল নিয়ে বিতর্ক। সম্প্রতি বেঙ্গালুরুর ক্ল্যারেন্স স্কুলে পড়ুয়াদের নির্দেশ দিয়েছে, প্রত্যেক শিক্ষার্থী, যে ধর্মেরই হোক না কেন, স্কুলে বাইবেল নিয়ে আসতেই হবে।
পড়ুয়াদের ধর্মীয় অধিকারে হস্তক্ষেপ করার অভিযোগে, আন্দোলনে নেমেছেন অভিভাবকদের একাংশ।
বেঙ্গালুরুর একটি হিন্দুত্ববাদী সংগঠনের প্রতিনিধির দাবি, বিষয়টি অন্য ধর্মের শিক্ষার্থীদের ধর্মীয় অধিকারভঙ্গের একটি ষড়যন্ত্র। তাই স্কুলটির বিরুদ্ধে রাজ্য সরকারের শিক্ষা দফতরে অভিযোগ জানিয়েছেন তাঁরা। বিষয়টি নিয়ে আদালতেও যাবে সংগঠনটি।