|
---|
বাইজিদ মণ্ডল মগরাহাট:-দিল্লিতে অভিষেক বন্দ্যোপাধ্যায় ও একাধিক সাংসদ দের গ্রেপ্তারের প্রতিবাদে, এদিন বিকালে বিধায়ক গিয়াস উদ্দিন মোল্লার নির্দেশে উস্থী বিধায়ক জনসংযোগ কার্যালয়ের সামনে নরেন্দ্র মোদি ও কেন্দ্রীয় মন্ত্রীর কুশপুতুল দাহ করে প্রতিবাদ বিক্ষোভ করে মগরাহাট পশ্চিম ব্লক যুব ও ছাত্র তৃণমূল কংগ্রেসের কর্মী ও সমর্থকরা। পাশাপশি টাওয়ার জ্বালিয়ে পথ অবরোধ করে কেন্দ্রের বিরুদ্ধে প্রতিবাদ জানায়। দীর্ঘ প্রায় ৩০ মিনিট ধরে চলে এই পথ অবরোধ ও বিক্ষোভ। উপস্তিত ছিলেন মগরাহাট পশ্চিম ব্লকের শিক্ষার কর্মাধ্যক্ষ সেলিম খান,জেলা পরিষদ এর সদস্যা নুর খাতুন বিবি, মগরাহাট পশ্চিম ব্লক যুব কার্যকরী সভাপতি নাজবুল দপ্তরী,সাবির হোসেন সহ ব্লকের সকল তৃণমূলের ছাত্র ও যুব নেতৃত্ব থেকে শুরু করে শতাধিক কর্মীবৃন্দ। যুব কার্যকরী সভাপতি নজবুল দপ্তরী জানান সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ আরও অন্যান্য তৃণমুলের নেতৃত্বদের আটক করার প্রতিবাদে এই দলের নির্দেশে এই কর্মসূচি। এবং রাজ্যের বোকেয়া টাকা না দিলে আগামীতে এই আন্দোলন আরও দীর্ঘতর হবে।