|
---|
দেবজিৎ মুখার্জি, কলকাতা: নবান্নর বন্দিমুক্তির প্রস্তাবে শুক্রবার গভীর রাতে রাজি হল রাজভবন। শুক্রবার রাতে রাজ্যের ৭১ জন বন্দিকে মুক্তি দেওয়ার রাজ্য সরকারের প্রস্তাবে রাজি হয়ে যান রাজ্যপাল সি ভি আনন্দ বোস।
এছাড়া রাজ্যের একশো দিনের কাজের বকেয়া টাকা কেন্দ্রীয় সরকার আটকে রেখেছে বলে রাজ্য সরকারের তরফে অভিযোগ তোলা হয়। এক্ষেত্রেও কেন্দ্র ও রাজ্যের সংঘাতের আবহে রাজ্যপাল মধ্যস্থতা করছেন। ফলে সেক্ষেত্রেও নবান্ন ও রাজ্যপালের মধ্যে তলানিতে চলে যাওয়া সম্পর্কের অনেকটাই উন্নতি হচ্ছে বলে মনে হচ্ছে।