|
---|
দেবজিৎ মুখার্জি, কলকাতা: বৃহস্পতিবার কালীঘাটে মন্ত্রিসভার বৈঠকে বড়ো সিদ্ধান্ত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। পুজোর আগেই রাজ্যে বিপুল কর্মসংস্থান। ১২ হাজার কনস্টেবলের পাশপাশি প্রচুর প্যারা টিচার এবং আংশিক সময়ের শিক্ষক নিয়োগ করা হবে।
এদিন মন্ত্রিসভার বৈঠক শেষে রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, ১২ হাজার পুলিশ কনস্টেবল নিয়োগ করবে রাজ্য সরকার। যার মধ্যে ৮৪০০ পুরুষ ও ৩৬০০ মহিলা। শীঘ্রই রাজ্য পুলিশের তরফে প্রকাশ করা হবে বিজ্ঞপ্তিও।
এছাড়াও উর্দু মাধ্যম বিদ্যালয়ে প্যারাটিচার ও পার্টটাইম শিক্ষক নিয়োগ করারও সিদ্ধান্ত নেওয়া হয়েছে এদিনের বৈঠকে। কালীঘাটে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলেন, “আমাদের দফতর এবার উর্দু অ্যাকাডেমি বিদ্যালয়ের জন্য আংশিক সময়ের শিক্ষক নিয়োগ করবে৷ আমরা ঠিক কতজন শিক্ষক নিয়োগ করব, তা আগামীতে জানিয়ে দেব৷” তাঁর সংযোজন, “বিদ্যালয় শিক্ষাক্ষেত্রে উপ-আঞ্চলিক ভাষা প্রসারের জন্য উত্তরবঙ্গের জেলাগুলিতে ১৯৮টি রাজবংশী স্কুলে ৩৯৪ জন পার্শ্বশিক্ষক এবং ৩৮৫ জন শিক্ষাকর্মী নিয়োগের প্রস্তাব গৃহীত হয়েছে এদিন রাজ্য মন্ত্রিসভার বৈঠকে। প্রত্যেকটি আঞ্চলিক ভাষা, যেমন নেপালি, রাজবংশী, কামতাপুরি, সাঁওতালি ভাষার প্রচার এবং প্রসারের জন্য শিক্ষার অধিকার আইনে শিক্ষা দফতরে নতুন একটি শাখা তৈরি হচ্ছে।”