|
---|
নূর আহামেদ, মেমারি : ১৩ আগষ্ট পূর্ব বর্ধমান জেলার মেমারি থানার অন্তর্গত, মেমারি এক নম্বর ব্লকের নিমো মালপাড়া এলাকায়, গতকাল শনিবার রাতে, ২ জন,সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করছিল। গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ অভিযান চালায়। পুলিশ তাদেরকে জিজ্ঞাসাবাদ করে পুলিশের সন্দেহ হয়। জানা যায় ডাকাতির উদ্দেশ্যেই জড়ো হয়েছিল ধৃত দুইজন — বলে অনুমান পুলিশের ।ধৃত ২ জনের নাম – আসিস সরেন, বয়স ২৮ বছর, এবং সেখ ইয়াসিন, বয়স ৩৫ বছর, ধৃতদের বাড়ি – পূর্ব বর্ধমান জেলার মেমারি থানার অন্তর্গত মেমারি দুই নম্বর ব্লকের নওহাটি এলাকায়। রবিবার , বেলা ১২.৩০ নাগাদ – ধৃতদের মেমারি থানার পুলিশ, নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে, বর্ধমান আদালতে পেশ করে।