|
---|
নিজস্ব সংবাদদাতা : মিড ডে মিলে স্কুল পড়ুয়াদের দেওয়া হচ্ছে নুন ভাত ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ার ভাইরাল। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের অযোধ্যা জেলায়।
ভিডিওতে দেখা যাচ্ছে স্কুল পড়ুয়াদের মিড ডে মিলে দেওয়া হচ্ছে নুন ভাত। ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই ওই স্কুলের প্রিন্সিপাল কে বরখাস্ত করা হয়েছে। গ্রামের প্রধান কে নোটিশ পাঠানো হয়েছে। দীর্ঘদিন ধরে স্কুলটির বিরুদ্ধে অভিযোগ উঠছিল মিড ডে মিলে দেওয়া হচ্ছে নুন ভাত, সেই কারণে পড়ুয়াদের অভিভাবকরা স্কুলে বিক্ষোভ প্রদর্শন করেন। ভিডিও ভাইরাল হতেই পদক্ষেপ নেওয়া হয়েছে।