সেহারা বাজারে ইমাম সংগঠনের সম্মেলনে নাসির উদ্দিন চাঁদপুরি

এম এস ইসলাম, সেহারাবাজার : রাজ্যের অন্যতম ইমাম সংগঠন জামিয়াতুল আইম্মা অল উলামার খণ্ডঘোষ ব্লক সম্মেলন অনুষ্ঠিত হলো সেহারাবাজারে । এই সম্মেলনে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আলেম নাসির উদ্দিন চাঁদপুরি, দারুল উলুম দেওবন্দের বিখ্যাত আলেম মুফতি সাইফুল্লাহ কাসেমী যিনি বর্তমান দারুল উলুম সেহারা বাজারের শিক্ষক । ছিলেন সেহারা বাজার রহমানিয়া ওয়েল ফেয়ার ট্রাস্টের সম্পাদক হাজী কুতুব উদ্দিন, জেলা ইমাম হাফেজ শামসের, ব্লক ইমাম সংগঠনের সম্পাদক হাফেজ মোল্লা সদরুল আলম । খন্ডঘোষের সমস্ত ইমামরা উপস্থিত হয়েছিলেন । এই সম্মেলনে মুফতি নাসির উদ্দিন চাঁদপুরি বলেন বর্তমান যুগের একটা বড় ফেতনা হচ্ছে মোবাইল এ মোবাইলের মাধ্যমে সমস্ত রকম অশান্তি মানুষকে গ্রাস করে নিচ্ছে। এর সঠিকভাবে ব্যবহার করতে না পারলে আগামী দিনে আরো বিপর্যয় নেমে আসবে বলে তিনি অভিমত ব্যক্ত করেন। তিনি বলেন আমাদের ইমাম দেরকে শান্তি ও সম্প্রীতির বার্তা দিতে হবে এবং প্রত্যেকের সঙ্গে সহ অবস্থানে থাকতে হবে, প্রত্যেকে নিজের নিজের ধর্ম পালন করবে। সেই জন্য ইমাম দেরকে আরো কাজ করতে হবে। মুফতি সাইফুল্লা কাসেমী বলেন ইসলাম হচ্ছে শান্তির ধর্ম সঠিক ইসলামী নীতি মেনে চললে কারো সঙ্গে কখনো বিরোধ হতে পারেনা। যারা ফিতনা বা সমস্যা সৃষ্টি করছে তারা প্রকৃত ইসলাম মানেন না। লোকসভা ভোটে সাম্প্রদায়িক শক্তির মোকাবেলা করার জন্য ভোটে অংশ গ্রহণ করতে হবে । যারা মানুষের জন্য কাজ করবে মানুষের উন্নয়নের কাজ করবে তাদেরকে ভোট দেয়ার আহ্বান জানান।রহমানিয়া ওয়েলফেয়ার ট্রাস্টের সম্পাদক হাজী কুতুব উদ্দিন সংগঠনের শ্রীবৃদ্ধি কামনা করেন ।তিনি বলেন আগামী 29,30,31 ডিসেম্বর সেহারা বাজারের পূর্ব বর্ধমান জেলা জোর হবে সেখানে ইমামদের অংশ গ্রহণ করার আহ্বান জানান সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন হাজী মৌলানা আশরাফ আলি। এই সম্মেলন থেকে সংগঠনের তরফ থেকে আগামি দিনের কর্মসূচি গ্রহণ করা হয়। ব্লকের ইমামদের সুবিধা অসুবিধা নিয়ে আলোচনা করা হয়।