ভগবতীপুর গ্রাম পঞ্চায়েতের গ্রাম সভা ও দুয়ারে সরকার ক্যাম্প অনুষ্ঠিত হল।

সেখ আব্দুল আজীম : চন্ডীতলা এক নম্বর পঞ্চায়েত সমিতির অধীনে ২০শে ডিসেম্বর ২০২৩ ভগবতীপুর গ্রাম পঞ্চায়েতের গ্রাম সভা ও দুয়ারে সরকার ক্যাম্প অনুষ্ঠিত হল। উক্ত গ্রাম সভা এবং দুয়ারে সরকার ক্যাম্প অনুষ্ঠিত হলো নবাবপুর হাই মাদ্রাসা মাধ্যমিকের মাঠে যা প্রচলিত নাম সিংহ জোড়মাঠ। উপস্থিত ছিলেন এলাকার বিধায়ক স্বাতী খন্দকার এছাড়া এক নম্বর ব্লকের জয়েন্ট ভিডিও মহাশয় এছাড়া সরকারি আধিকারিকগণ ও এক নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির সহসভাপতি সনৎ সানকি এবং কর্মধক্ষ্য এছাড়াও হুগলি জেলা পরিষদের সদস্য- সদস্যাবৃন্দ। ভগবতীপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান এবং অসুস্থতার কারণে উপপ্রধান কাদের মল্লিক উপস্থিত থাকতে পারেননি। ভগবতীপুর গ্রাম পঞ্চায়েতের সরকারি আধিকারিক ও সদস্য সদস্যা প্রমুখ। উপস্থিত সকলেই ভগবতীপুরগ্রাম পঞ্চায়েতের ভুয়াশি প্রশংসা করেন গ্রাম পঞ্চায়েতের। আরো উপস্থিত ছিলেন চন্ডীতলা দুই নাম্বার ব্লকের তৃণমূল কংগ্রেসের মনোজ মহাশয় এবং চন্ডীতলা দুই নাম্বার ব্লকের তৃণমূল কংগ্রেসের সক্রিয় কর্মী মনোজ সিং ও বিকাশ মহাশয় উপস্থিত ছিলেন, ২০২৪ ও ২০২৫ এর খসড়া বাজেট পেশ করেন ভগবতীপুর পঞ্চায়েতের সচিব শরিত সরকার মহাশয়, এই দিন স্বাতী খন্দকার ভগবতীপুর গ্রাম সভার পুস্তক জনসমক্ষে প্রকাশ করেন। আপ্লুত উপস্থিত সকলেই। ভগবতীপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের এই ক্যাম্পে অভিযোগ বক্স রাখা ছিল সাধারণ মানুষ জমা দিতে পারেন তাদের অভিযোগ । প্রসঙ্গত উপস্থিত সকল গুনীজন দের সম্মাননা প্রদান করা হয়।আরো উপস্থিত ছিলেন নবাবপুর হাই মাদ্রাসার উচ্চ মাধ্যমিকের প্রধান শিক্ষক ও অন্যান্য শিক্ষকগণ শিক্ষকগণ।