মেঘ ভাঙা বৃষ্টিতে বিপর্যয়ের কবলে সিকিম!

নিজস্ব সংবাদদাতা : মেঘ ভাঙা বৃষ্টিতে বিপর্যয় নেমে আসল সিকিমে। গতকাল গভীর রাতে মেঘ ভাঙা বৃষ্টির কারনে ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয় নেমে এসেছে সিকিমে। সিকিমের লোনক ব্রীজ ভেঙ্গে তেইশ জন সেনা জএয়ানের মৃত্যুর খবর পাওয়া গেছে। কত এখনো আটকে পড়ে আছেন এখনো জানা যায় নি। প্রায় যুদ্ধকালীন তৎপরতায় উদ্বার কার্য চলছে সিকিমে। গভীর রাতে এই ঘটনা ঘটে যাওয়ায় অনেকেই বুঝে উঠতে পারেন নি। সেই সময় এই ঘটনা ঘটে। তিস্তার জলস্ফীতিতে ভয়াবহ ক্ষতি হয়ে যায়। ক্ষতির কবলে পড়ে গেছে জলপাইগুড়িতেও। এর ফলে দশ নং জাতীয় সড়ক বন্ধ করে দেওয়া হয়েছে। বন্ধ করে দেওয়া হয়েছে তিস্তাবাজার। শিলিগুড়ি থেকে সিকিমের যোগাযোগ কার্যত বিছিনন হয়ে গেছে। প্রচণ্ডভাবে জলের গতিবেগ এসে একেবারেই নিয়ে চলে যায় প্রচুর ঘরবাড়ি। বন্ধ করে দেওয়া হয়েছে সমস্ত যানবাহন এবং সমস্ত ধরনের যাবতীয় যান চলাচল। সিকিমের প্রাকৃতিক বিপর্যয়ে চরম বিপদে পর্যটকেরা। বহু পর্যটক কার্যত রাস্তায় এসে গেছেন। দিশেহারা পর্যটকেরা একেবারেই আতঙ্কে যেভাবেই হোক ফিরতে চাইছেন। সিকিমের সমস্ত রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে। মাইকে সাবধান করে দেওয়া হচ্ছে সাধারন মানুষকে। সিকিমের এই বিপর্যয়ে ক্ষতিগ্রস্থ পাশের সমস্ত অঞ্চল। আজ রাতে বৃষ্টি পড়লে জলপাইগুড়ির অবস্থা খারাপ হয়ে যেতে পারে বলে মনে করছেন পরিবেশ বিশেষজ্ঞর। সিকিমের গতকাল প্রবল জলস্ফিতিতে ভয়ঙ্কর ক্ষতি হয়েছে সিকিমের সরকারি অফিসগুলিও। বন্ধ করে দেওয়া হয়েছে বিদ্যুৎ। কোনভাবেই আতঙ্কিত হতে বারন করা হচ্ছে সাধারন মানুষকে। সিকিম দার্জিলিং যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে আজ সকাল থেকেই। গভীর সতর্কতা জারি করা হয়েছে সিকিম এবং তার পাশের অঞ্চলগুলিকে। সিকিমের প্রাকৃতিক বিপর্যয়ে গভীর সমস্যায় পড়ে গেছেন সিকিমে বেড়াতে আসা বিদেশী পর্যটকেরা। অনেক জায়গাতে ইংরেজী না জানায় সমস্যা য় গভীর হয়ে পর্যটকদের। অনেক জায়গায় পর্যটকদের রাস্তায় থাকতে দেখা যায়।