|
---|
দেবজিৎ মুখার্জি, কলকাতা: দিল্লি থেকে বুধবার কলকাতায় ফিরেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিমানবন্দরে দাঁড়িয়ে ফের একবার কেন্দ্রীয় সরকারকে চ্যালেঞ্জ ছোঁড়েন তিনি। অভিষেকের কথায়, “দিল্লিতে ওটা ট্রেলার ছিল। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে লক্ষাধিক লোক নিয়ে গিয়ে দিল্লিতে জমায়েত করব। দেখব ওরা কী করে?”
বারবার অভিষেক এবং তাঁর পরিবারের সদস্যকে তলব করছে ইডি, সিবিআই। এদিন তা নিয়ে প্রশ্ন করতেই ফুঁসে ওঠেন তৃণমূল সাংসদ। তাঁর কথায়, এর আগেও আমাকে, আমার স্ত্রীকে ওরা তলব করেছে। একটি মামলায় সুপ্রিম কোর্টের রক্ষাকবচ রয়েছে, তাই কিছু করতে পারছে না। অন্য মামলায় ডেকে পাঠাচ্ছে। আমার বিরুদ্ধে প্রমাণ থাকলে আদালতে জমা দিক। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে চ্যালেঞ্জ করছি না, তবে সংস্থাগুলি প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর অধীনে। তাদের চ্যালেঞ্জ করছি আমি।”