নেশা মুক্ত শহর গড়তে তৎপর শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ

নিজস্ব সংবাদদাতা: নম্বর বিহীন দুই চাকার গাড়ি করে মাদক পাচারের আগে শিলিগুড়ি থানার সাদা পোশাকের পুলিশের হাতে গ্রেপ্তার ২ । নেশা মুক্ত শহর গড়তে তৎপর শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ । লাগাতার অভিযান ও ধরপাকড় চলছে শহর জুড়ে । তারই মধ্যে নম্বর বিহীন বাইক করে নেশার জন্য ব্যবহারকারী ওষুধ নিয়ে যাওয়ার পথে শিলিগুড়ি থানার সাদা পোশাকের পুলিশের হাতে গ্রেপ্তার হয় ২ অভিযুক্ত ।

    পুলিশ সূত্রে খবর , শিলিগুড়ি শহরের জলপাইমোড় এলাকায় সন্দেহ হলে নম্বরবিহীন গাড়িটিকে থামিয়ে তল্লাশি চালালে উদ্ধার হয় প্রায় ৫০ বোতল নেশার জন্য ব্যবহারকারী ওষুধ । পুলিশের প্রাথমিক অনুমান হাতবদলের ছক ছিল ধৃতদের । নম্বরবিহীন বাইকটির কাগজপত্র খতিয়ে দেখছে পুলিশ ।কিভাবে ওই বাইকটি আসল ওই জায়গায় তা তদন্ত করে দেখছে পুলিশের একটি দল।এছারাও আরো কয়েকটি নম্বর ছাড়া বাইকের খোজ পেয়েছে পুলিশ।