চাপড়ায় ডেঙ্গু প্রতিরোধ ও সমাজ সচেতন শিবির

মহ: মফিজুর রহমান, নতুন গতি : এবছরের ডেঙ্গু বিগত বছরগুলির চেয়ে বিপদজনক। চিকিৎসকদের মতে, বর্তমানে অধিকাংশ ক্ষেত্রে ডেঙ্গু আক্রান্তের শরীরে তীব্র জ্বর, মাথা ব্যথা ও বমি লক্ষণ দেখা যাচ্ছে না। অথচ ডেঙ্গু আক্রান্ত রোগীর হার্ট, কিডনি ও ব্রেন ক্ষতিগ্রস্ত হচ্ছে। সুতরাং সামান্য জ্বর বা এই ধরনের সমস্যা অনুভূত হলে চিকিৎসকের স্মরণাপন্ন হোন। নদীয়ার চাপড়া ব্লকের প্রতিটি গ্রামে গ্রামে গিয়ে এভাবেই সাধারণ মানুষদের সচেতন করছেন চাপড়া ব্লক কংগ্রেস সেনাদল ও যুব কংগ্রেসের কর্মীরা। পাশাপাশি মশা মারতে বিভিন্ন জায়গায় কীটনাশক স্প্রে করছেন তারা। রাজ্য প্রদেশ যুব কংগ্রেসের সাধারণ সম্পাদক তথা চাপড়ার ভূমিপুত্র আসিফ খানের নেতৃত্বে রবিবার এই ডেঙ্গু প্রতিরোধ ও সমাজ সচেতন শিবির হয়। এলাকার প্রতিটি মানুষকে ডেঙ্গু সম্পর্কে সচেতন করাই তাদের মূল লক্ষ্য বলে জানান আসিফ খান। রবিবার ডেঙ্গু সচেতন শিবিরে তিনি ছাড়াও উপস্থিত ছিলেন জেলা মহিলা কংগ্রেস সভানেত্রী সেরিনা খাতুন, জেলা কৃষান কংগ্রেসের সাধারণ সম্পাদক আলীবুদ্দিন খান, জেলা সেবাদলের কনভেনর বল্টু শেখ, চাপড়া ব্লক কংগ্রেস সভাপতি নাসিরউদ্দিন শেখ, যুব সভাপতি ইমরান সর্দার প্রমুখ।