দুষ্কৃতীদের লাঠির আঘাতে মাথা ফাটল রাজ্যের সংখ্যালঘু উন্নয়ন বিষয়ক মন্ত্রী গিয়াসউদ্দিন মােল্লার

দুষ্কৃতীদের লাঠির আঘাতে মাথা ফাটল রাজ্যের সংখ্যালঘু উন্নয়ন বিষয়ক মন্ত্রী গিয়াসউদ্দিন মােল্লার

    নিজস্ব প্রতিনিধি: বিধানসভা ভােট ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিক হিংসা চরমে পৌঁছেছে। তদ্রুপ বুধবার রাতে বাড়ি ফেরার পথে দুষ্কৃতীদের লাঠির আঘাতে মাথা ফাটল রাজ্যের সংখ্যালঘু উন্নয়ন বিষয়ক মন্ত্রী গিয়াসউদ্দিন মােল্লার। মন্ত্রীকে বাঁচাতে গিয়ে আক্রান্ত হয়েছেন তাঁর এক নিরাপত্তা রক্ষীও। দুজনকেই স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। মন্ত্রীর আক্রান্তের খবরে এলাকায় উত্তেজনা ছড়িয়েছে। তৃণমূল নেতৃত্বের অভিযােগ, হামলার পিছনে বিজেপি মদতপুষ্ঠ দুষ্কৃতীরা রয়েছে। যদিও হামলার পিছনে হাত থাকার অভিযােগ অস্বীকার করেছে বিজেপির স্থানীয় নেতৃত্ব।

    মঙ্গলবারই রাজ্যে তৃতীয় দফার ভােটপর্ব মিটেছে। ওই দফায় মগরাহাট পশ্চিম আসনেও ভােট হয়ে গিয়েছে। এবারেও মগরাহাট পশ্চিম থেকে তৃণমূলের টিকিটে দাঁড়িয়েছিলেন রাজ্যের সংখ্যালঘু উন্নয়ন বিষয়ক মন্ত্রী গিয়াসউদ্দিন মােল্লা। ভােট পর্ব মিটে যাওয়ার পরেও মগরাহাটের বিভিন্ন অঞ্চলে রাজনৈতিক অশান্তিতে ইতি পড়েনি। এদিন সকালে উস্তির রাজারহাটে ব্যাপক বােমাবাজি হয়। সন্ধেয় কলকাতা থেকে বাড়ি ফেরার সময় রাজারহাটের কাছে গাড়ি থামিয়ে সকালের বােমাবাজি সম্পর্কে দলীয় কর্মীদের কাছ থেকে খোঁজখবর নিচ্ছিলেন গিয়াসউদ্দিন মােল্লা। অভিযােগ, আচমকাই বিজেপি পার্টি অফিস থেকে বেরিয়ে এসে একদল সমাজবিরােধী মন্ত্রীর উপরে চড়াও হয়। মন্ত্রীকে লক্ষ্য করে পাথর ছুড়তে শুরু করে। লাঠি দিয়ে মারাও হয়। আক্রমণের সময়ে গেরুয়া গুণ্ডারা মুখে ‘জয় শ্রীরাম ধ্বনিও তােলে। মন্ত্রীর গাড়িও ভাঙচুর করে। প্রথমে কিছুটা হতচকিত হয়ে পড়লে পাল্টা প্রতিরােধ গড়ে তােলেন তৃণমূল কর্মীরাও। দু’পক্ষের মধ্যে লাঠালাঠি শুরু হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বিশাল পুলিশবাহিনী। আহত মন্ত্রী ও তার।

    নিরাপত্তারক্ষীকে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে ভরতি করা হয়েছে। গিয়াসউদ্দিন মােল্লার উপরে হামলার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় উত্তেজনা দেখা দেয়। প্রতিবাদে রাস্তায় নামেন তৃণমূল কর্মীরা। ১১৭ নম্বর জাতীয় সড়ক দীর্ঘক্ষণ অবরােধ করে রাখা হয়। পরে পুলিশি হস্তক্ষেপে অবরােধ উঠে যায়।