রাজস্থানের কোটা থেকে ছাত্র-ছাত্রী ও অভিভাবকদের নিয়ে মালদা বাস টার্মিনাসে পৌঁছালো ১১টি সরকারি বাস ।

নতুন গতি নিউজডেস্ক: শনিবারবার ভোরে রাজস্থানের কোটা থেকে ছাত্র-ছাত্রী ও অভিভাবকদের নিয়ে মালদা বাস টার্মিনাসে পৌঁছালো ১১টি সরকারি বাস।এদিন ওই বাসগুলোতে ছাত্র-ছাত্রী এবং অভিভাবকদের নিয়ে আসা হয়।মালদা বাস টার্মিনাসে ছাত্র-ছাত্রী এবং অভিভাবকরা পৌঁছালে থার্মাল গান দিয়ে তাদের শরীরের উষ্ণতা পরীক্ষা করা এবং প্রত্যেকের লালা রস পরীক্ষার ব্যবস্থা করা হয়। পিপিই কিট পড়ে ছাত্র-ছাত্রী এবং অভিভাবকদের লালা রস সংগ্রহ করেন স্বাস্থ্যকর্মীরা।উপস্থিত ছিলেন, জেলা প্রশাসনিক কর্তা এবং পুলিশ অফিসারেরা। সমস্ত পরীক্ষা করার পর বাড়ির উদ্দেশ্যে রওনা দেয় ছাত্রছাত্রীরা। জানা গিয়েছে, মোট ২৬৮ জন রাজস্থানের কোটা থেকে মালদায় ফিরেছেন। এদের মধ্যে এদিন ২১৮ জন ছাত্র-ছাত্রী মালদা পৌঁছায়।ছাত্র-ছাত্রী এবং অভিভাবকরা ধন্যবাদ জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রীকে। তারা বলেন তার উদ্যোগে ছাত্র-ছাত্রীরা বাড়ি ফিরতে পেরেছে।