বিধানসভা নির্বাচনে মালদার চারটি আসনে প্রার্থী দিচ্ছে SUCI জানালো কেন্দ্রীয় কমিটির সদস‍্য স্বপন ঘোষাল

নিজস্ব সংবাদদাতা : পাখির চোখ মালদা জেলা। সারা রাজ‍্যের সাথে বিভিন্ন রাজনৈতিক দলের মতো গনতান্ত্রিক পদ্ধতিতে একুশের বিধানসভার ভোটযুদ্ধে এসইউসিআই ও লড়বে মালদা জেলায়।বিধানসভা ভোটে একা লড়ার সিদ্ধান্ত নিয়েছেন এসইউসিআই (SUCI)।এমনই সিদ্ধান্ত নিয়েছে দল।শনিবার মালদহের চাঁচলের একটি বেসরকারি ভবনে সাংবাদিক বৈঠকে এ কথা জানান এসইউসিআইের কেন্দ্রীয় কমিটির সদস‍্য স্বনপ ঘোষাল। তাঁরা পশ্চিমবঙ্গের সবটি আসনে লড়বেন জানিয়েছেন।সেই মোতাবেক মালদা জেলাতেও চারটি বিধানসভায় লড়ছেন এবং প্রার্থীও মনোনীত হয়ে গেছে বলে জানিয়েছেন দল।

    চাঁচল বিধানসভা কেন্দ্র মনোনীত হয়েছেন ঝন্টু কুমার রবি দাস,হরিশ্চন্দ্রপুরে মোশারফ হোসেন,গাজল কেন্দ্রে সুখেন রায় ও ইংরেজবাজার বিধানসভা কেন্দ্রে গৌতম সরকার এসইউসিআই এর প্রার্থী পদে মনোনীত হয়েছেন।
    এদিন এসইউসিআই-এর কেন্দ্রীয় কমিটির সদস‍্য স্বপন ঘোষাল তৃণমূল,বিজেপি এবং বাম-কংগ্রেস জোটের তুমুল সমালোচনা করেন।তাঁর অভিযোগ,সাম্প্রদায়িক শক্তি ক্ষমতায় আসতে চাইছে। বিজেপি আটকাতে হবে।ওদের স্বপ্নপূরণ হতে দেব না। মূল্যবোধ বাঁচাতে হবে। গণতন্ত্র বাঁচাতে হবে। ভাষা,সভ্যতা বাঁচাতে হবে।তৃণমূল সরকারকেও কটাক্ষ করতে ছাড়েননি তিনি।