|
---|
লুতুব আলি, বড়শুল, পূর্ব বর্ধমান : তাঁত খন্ড মিলনী সংঘ ও গ্রন্থাগারের রক্তদান শিবির। বর্ধমানের উপকণ্ঠে বর্ধমান ২ নং ব্লকের অন্তর্গত তাঁতখণ্ড মিলনী সংঘ ও গ্রন্থাগারের ৬৯ তম বর্ষ উপলক্ষে স্বেচ্ছায় রক্তদান শিবির ও বৃক্ষরোপণ অনুষ্ঠিত হয়। ১০ জানুয়ারি তাৎক্ষণ্যমিলনী সংঘ গ্রন্থাগারের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে স্বেচ্ছায় রক্তদান শিবিরকে কেন্দ্র করে এক বর্ণাঢ্য অনুষ্ঠান হয়। অনুষ্ঠানের উদ্বোধন করেন বর্ধমান ২ নং পঞ্চায়েত সমিতির সভাপতি রাখি কোনার। অনুষ্ঠানে স্বাগত ভাষণ দেন তাঁত খন্ড মিলনী সংঘ ও গ্রন্থাগারের সম্পাদক মইদুল আলম মল্লিক। এই দিনের অনুষ্ঠানে বক্তব্য রাখেন পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ পরমেশ্বর কোনার। তিনি বলেন, এই ক্লাবের মহতি উদ্যোগের প্রতি সাধুবাদ জানাতেই হয়। রক্তদান জীবন দান। রক্তের ভয়াবহ সংকটে এই ক্লাব স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত করে রক্তদানের প্রবণতা এই বার্তা তারা দিতে চাইছে। তাঁত খন্ড মিলনী সংঘ ও গ্রন্থাগারের স্বেচ্ছাসেবী কাজের প্রতি পরমেশ্বর বাবু ভুয়সী প্রশংসা করেন। এই ক্লাবকে উত্তরণ ঘটানোর জন্য তিনি সব রকমের সহযোগিতার আশ্বাস দেন।বিশিষ্ট সমাজসেবী ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব শেখ মোঃ হাবিব বলেন, গ্রামের উন্নয়ন ঘটানোর মুখ হিসাবে পরিগণিত হয়েছে তাঁত খন্ডমিলনী সংঘ ও গ্রন্থাগার। ক্লাবের সম্পাদক মইদুল আলম মল্লিক বলেন, সামাজিক কাজের অগ্রগতি ঘটানোর সাথে সাথে সাংস্কৃতিক চেতনারও উন্মেষ ঘটাতে এই ক্লাবটি সক্ষম হয়েছে। ক্লাবের সকল সদস্য , সদস্যাদের প্রতি তিনি অকৃত্রিম ভালোবাসা জ্ঞাপন করেন। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ পরেশ কাহার, প্রাক্তন ফুটবলার মোঃ সিরাজ উদ্দিন, ক্লাবের সভাপতি শেখ শফিক, শেখ মহসিন, শামসের আলম মল্লিক, শহিদুল আলম মল্লিক ওরফে তপন, শেখ নাজির প্রমুখ। অনুষ্ঠানে ক্লাবের পক্ষ থেকে সকলকে স্বাগত জানান, আশিক ইকবাল মল্লিক, শেখ আনসার হোসেন, শেখ প্রদীপ, শেখ জাহাঙ্গীর, শেখ নাসের, শেখ রমিত, শেখ মিলন, শেখ আতর আলি, শেখ হাসান, শেখ শাহীন, শেখ গোলাপ, শেখ সাদ্দাম, শেখ মেহতাব প্রমুখ। টেরেসা ওম ব্লাড সেন্টারের পক্ষ থেকে এদিনের রক্তদান শিবিরের রক্ত সংগ্রহ করে।