|
---|
নিজস্ব সংবাদদাতা: সাল ২০০২। রোনাল্ডো-রিভাল্ডো-রোনাল্ডিনহোদের দাপটে বিশ্বকাপ জিতেছিল ব্রাজিল। তারপর কেটে গিয়েছে ২০ বছর। ষষ্ঠ ট্রফির অপেক্ষায় সাম্বার দেশ। চোটমুক্ত নেমার ক্যামেরুনের বিরুদ্ধে না খেললেও প্র্যাক্টিস করেছেন পুরোদমে। শেষ ষোলোয় প্রতিপক্ষ কোরিয়া প্রজাতন্ত্র। জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী সেলেকাওরা। কাতারে মিশন হেক্সা কি সফল করতে পারবে ব্রাজিল?
শুক্রবার ভারতীয় সময় গভীর রাতের ম্য়াচে ক্যামেরুনের কাছে অপ্রত্যাশিতভাবে হারলেও, ব্রাজিল সমর্থকদের কাছে স্বস্তি নেমারের প্র্যাক্টিসে নেমে পড়ার দৃশ্য। লুসেইল স্টেডিয়ামে বসে যে ঘটনার সাক্ষী থাকলেন বাঙালি ফুটবলপ্রেমী প্রকাশ দাসও। কাতার থেকে মোবাইল ফোনে এবিপি লাইভকে প্রকাশ বলছিলেন, ‘গ্রুপের শেষ দুই ম্যাচে নেমার ছিলেন না। নেমার যে কোনও ম্যাচে পার্থক্য গড়ে দিতে পারেন তো বটেই।। তবে ক্যামেরুন ম্যাচের আগে প্র্যাক্টিসে নেমেছিলেন। জায়ান্ট স্ক্রিনে সেই দৃশ্য দেখেই গোটা গ্যালারি গর্জন করে উঠেছিল। গ্যালারি থেকে ওঁকে দেখে ফিট মনে হয়েছে।’ যোগ করলেন, ‘নিয়মরক্ষার ম্যাচ বলে তিতে ওঁকে খেলিয়ে ঝুঁকি নেননি সম্ভবত। তবে নক আউট পর্বে নেমার নিশ্চিতভাবে খেলবেন বলেই মনে হল। নেমার মানে আলাদা ব্যাপার। গোটা দলের চেয়েও যেন জনপ্রিয়তায় এগিয়ে নেমার। মহাতারকাদের নিয়ে যা হয় আর কী।’ব্রাজিল অন্ত প্রাণ গড়িয়াহাটের প্রকাশ। স্টেডিয়ামে গিয়েছিলেন ব্রাজিলের জার্সি গায়ে। বলছিলেন, ‘ব্রাজিল বরাবরের ফেভারিট। আর সেটা শুধু ব্রাজিলীয়দের কাছে নয়। বিশ্বের প্রায় সমস্ত ফুটবলপ্রেমীদের কাছেও। বাঙালিদের কাছে ব্রাজিল একটা আলাদা আবেগ।’
কর্মসূত্রে নাইজিরিয়ায় থাকেন প্রকাশ। সেখান থেকে ফুটবলের টানে দোহায়। বলছিলেন, ‘টিকিট পাওয়া যাচ্ছিল না। ফেব্রুয়ারি থেকে চেষ্টা করে টিকিট পেয়েছি। ছুটিও অনেক কষ্ট করে পেয়েছি। আমি নাইজিরিয়ার থাকি। সরাসরি সেখান থেকে দোহা বিমানবন্দরে পৌঁছই। ব্রাজিলের আর একটা ম্যাচ দেখতে চাই। প্রথমবার বিশ্বকাপ দেখছি। ব্রাজিল ম্যাচের উন্মাদনা কোনওদিন ভুলব না।’
২০ বছর বিশ্বকাপ পায়নি ব্রাজিল। শেষবার জিতেছিল ২০০২ সালে। প্রকাশ বলছিলেন, ‘রোনাল্ডো-রিভাল্ডো-রোনাল্ডিনহোদের সেই দল যখন ট্রফি জিতেছিল, আমি কলেজে পড়ি। ২০ বছর পর আমরা সকলেই আশাবাদী যে, এবার অপেক্ষার অবসান হবে।’গ্রুপ শীর্ষে থেকে শেষ ষোলোয় পৌঁছেছে ব্রাজিল। নক আউট পর্বে মুখোমুখি কোরিয়া প্রজাতন্ত্র। লুসেইল স্টেডিয়ামে ম্যাচ হেরে যাওয়ার পর ব্রাজিলীয়রা দল নিয়ে কতটা আশাবাদী? প্রকাশ বলছেন, ‘ব্রাজিলের সমর্থকরা মনে করছেন, সেই ম্যাচ অনায়াসে জিতবে তিতের দল। দল হিসাবে অনেক এগিয়ে ব্রাজিল। ফাইনালে খেলবেই এই দল।’ ক্যামেরুনের কাছে হারলেও উদ্বেগে নেই ব্রাজিলীয়রা, এমনই উপলব্ধি বাঙালি ফুটবলপ্রেমীর। প্রকাশ বলছেন, ‘ক্যামেরুনের বিরুদ্ধে প্রথম দলের অনেকেই খেলেননি। পাশাপাশি ব্রাজিল অনেক সুযোগ নষ্ট করেছে। তা নাহলে ফল অন্য হতে পারত।’ যোগ করলেন, ‘দলের কম্বিনেশন খুব ভাল। নেমার বিশ্বকাপ জিতবেন, সকলের সেটাই আশা। প্রার্থনা। ফুটবলই ব্রাজিলীয়দের কাছে ধর্ম। এত আবেগ আর কোনও দলের সমর্থকদের মধ্যে দেখিনি। এবার আশা করছি মিশন হেক্সা সফল হবে।’