|
---|
নিজস্ব সংবাদদাতা : যেন ঠিক সিনেমার চিত্রনাট্য! বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন স্ত্রী। তাই স্ত্রীকে নিজে প্রেমিকের হাতে তুলে দিলেন স্বামী।
স্ত্রীর উপর কোনওরকম অভিমান না করে সমাজকে সাক্ষী রেখে প্রেমিকের হাতে স্ত্রীকে তুলে দিলেন স্বামী। প্রেমের এমনই নজির গড়লেন মালদহের হরিশ্চন্দ্রপুরে এক রাজমিস্ত্রি।প্রায় আট বছরের সংসার জীবন কাটানোর পর প্রতিবেশির প্রেমে পড়ে স্ত্রী। সুখের সংসারে ভাঙন ধরিয়ে প্রেমিকের হাত ধরে প্রায় এক মাস আগে বাড়ি ছাড়েন গৃহবধূ।অবশেষে গ্রামে ফিরে আসলে গৃহবধূ স্বামী নিজেই এমন সিদ্ধান্ত নেন।মালদহ জেলার হরিশ্চন্দ্রপুর থানার তুলসীহাটার গৌরিপুর গ্রামের ঘটনা। গৃহবধূর স্বামী একজন রাজমিস্ত্রি।
আট বছর আগে তাদের বিয়ে হয়। বর্তমানে তাদের একটি পাঁচ বছরের সন্তান রয়েছে। কিন্তু তার পরও গত এক বছর আগে গৃহবধূ গ্রামের এক ব্যক্তির সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়ে।
স্বামী বেশ কিছুদিন ধরে লক্ষ্য করেন, স্ত্রী গোপনে কারো সঙ্গে ফোনে ঘন্টার পর ঘন্টা কথা বলছেন। তাঁর মনে সন্দেহ হয়। ফোনটি কেড়ে নেন তিনি। কিন্তু তাতেও তাঁর স্ত্রীর ভালোবাসায় এতটুকু ভাঁটা পড়েনি।নানা বিষয়ে অশান্তি লেগে থাকত তাঁদের মধ্যে। পরে তিনি জানতে পারেন, প্রতিবেশী গ্রামের বাসিন্দার সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েছে স্ত্রী। মাঝেমধ্যেই দিদির বাড়ি যাওয়ার নাম করে প্রেমিকের সঙ্গে হোটেল ,রেস্টুরেন্ট ও পার্কে যেত স্ত্রী।
বহুবার চেষ্টা করেও স্ত্রীকে ফিরিয়ে আনতে পারেনি। অবশেষে সংসারের শান্তির কথা ভেবে আট বছরের সংসার জীবনের ভালবাসা ভুলে নিজের স্ত্রীকে তাঁর প্রেমিকের হাতে তুলে দিলেন।তাঁদের বিয়েতে কোনো আপত্তি নেই। তবে সরকারিভাবে এখনই ডিভোর্স দিতে রাজি হননি স্ত্রী। গৃহবধূর বক্তব্য, তাঁর প্রথম স্বামী সন্দেহ করত। মারধর করত। তাই চলে গিয়েছিলেন।
এদিকে জানা গিয়েছে, গৃহবধূর প্রেমিকের পরিবারে রয়েছে স্ত্রী সহ দুই সন্তান। একমাস পর গৃহবধূ গ্রামে ফিরলে বাসিন্দারা নানা কুকথা বলতে শুরু করে। সেই সময় গৃহবধূর স্বামী গ্রামে সালিশি ডাকেন। সেখানেই স্ত্রীকে তাঁর প্রেমিকের হাতে তুলে দেয়।