|
---|
নতুন গতি, উত্তর 24 পরগনা:-
All Bengal Youth welfare Association Govt.Regd.No -S0008337,Estd-2019( সারা রাজ্যের এক অদ্বিতীয় যুবশ্রী অরাজনৈতিক সংগঠন) এর পক্ষ থেকে আমরা ইতিপুর্বেই সিদ্ধান্ত নিয়েছিলাম যে প্রত্যেক টি জেলা থেকে ( মাননীয়/মাননীয়া) বিধায়ক, সাংসদ, এবং রাজ্যের মন্ত্রীগণকে আমরা সংগঠনের পক্ষ থেকে এই করুন মহামারী ও লকডাউন পরিস্থিতিতে, আমরা 2013 সালের মাননীয়া মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ী আমাদের আর্তনাদের কথা তথা যুবশ্রী ভাই বোনেদের দুরাবস্থার কথা উনাদের কাছে তুলে ধরব।
সেই মতো আজ 18.07.2020 তারিখে আমরা এই কঠিন মহামারী পরিস্থিতিতে এবং যানবাহন চলাচল অস্বাভাবিক থাকা সত্ত্বেও সমস্ত বাধা অতিক্রম করে, রাজ্য কমিটি এবং জেলা কমিটির মাননীয় সভাপতি শেখ রাহানাতুল্লা ও সম্পাদক কুন্তল মজুমদারের নেতৃত্বে উত্তর ২৪ পরগণা জেলা কমিটির অবিনাশ মন্ডল ও প্রশান্ত সরকার ও সংগঠনের কিছু সংখ্যক জেলা নেতৃত্ব মিলে, মাননীয় সুরজিৎ কুমার বিশ্বাস
বিধায়ক
( বনগাঁ দঃ বিধানসভা কেন্দ্র) উনার নিকট আমাদের যুবশ্রী কর্ম প্রার্থীদের দুরাবস্থার কথা উপস্থাপিত করতে পেরেছি।আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে উনার নিকট যুবশ্রী কর্মপ্রার্থীদের আর্তনাদের কথা,এবং দীর্ঘ 7 বছর আগের মাননীয়ার প্রতিশ্রুতি পূরণ করার অনুরোধ লিখিতভাবে স্মারকলিপি আকারে প্রদান করলাম। ওনাকে সংগঠনের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ যে উনি আমাদের আর্তনাদের কথা খুবই মনোযোগ ও মানবিক সহকারে শুনে বিভাগীয় দপ্তর এবং সংশ্লিষ্ট দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রীর সঙ্গে আলোচনা করে আমাদের বিষয়টি উত্থাপন করে যুবশ্রীদের সাত বছরের বেকারত্ব জীবন থেকে মুক্তি দেওয়ার বিষয়ে উদ্যোগ নেবেন বলে আশ্বস্ত করেছেন।