ভাতাড়ে ‘কাপশোড় উৎসব’

পারিজাত মোল্লা,ভাতাড় : রবিবার পূর্ব বর্ধমান জেলার ভাতারের কাপশোড় গ্রামে বিভিন্ন খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে পালিত হল ‘কাপশোড় উৎসব’।

    টানা ছয় বছর ধরে পূর্ব বর্ধমান জেলার ভাতারের কাপশোড় গ্রামে হয়ে আসছে যুবক ভাইদের উদ্যোগে কাপশোড় উৎসব। এই উৎসবের সূচনা করেন পঞ্চায়েতের প্রধান শর্মিলা ঘোষ ও উপপ্রধান শফিউল ইসলাম।নাচ, গান, আবৃত্তি, বিভিন্ন রকম দৌড় প্রতিযোগিতা লং জাম, হাই জাম এই সমস্ত ইভেন্টের মধ্য দিয়ে পালিত হয় এই কাপশোড় উৎসব।১১০ টি ইভেন্ট হয় এই উৎসবে। কাপশোড় গ্রামের বাসিন্দা বজলুল রহমান জানান যে, -“আমাদের এই উৎসব হল মিলন ক্ষেত্র। এখানে সকল বয়সের মানুষজন অংশগ্রহণ করেন, শুধু কাপশোড় গ্রাম নয় আশপাশের বিভিন্ন গ্রাম থেকে বহু মানুষ আসেন।সকল ধর্মের মানুষ অংশগ্রহণ করেন আমাদের এই খেলায়”। খেলা দেখতে মাঠে হাজির হওয়ার বহু মানুষ। মাঠের পাশে রয়েছে মেলা।যা মিলন মেলা নামে পরিচিত।দুইদিন ব্যাপী হয় এই অনুষ্ঠান।